হাইতি
হাইতির ৪০ লাখ মানুষ 'তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার' শিকার : জাতিসংঘ খাদ্য সংস্থা
হাইতিতে 'তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার' মুখোমুখি হয়েছেন ৪০ লাখ মানুষ এবং তাদের মধ্যে ১০ লাখ দুর্ভিক্ষের মাত্র এক ধাপ দূরে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য সংস্থার পরিচালক জিন-মার্টিন বাউয়ার।
মঙ্গলবার (১২ মার্চ) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যারিবীয় যুদ্ধবিধ্বস্ত দেশটির খাদ্য সংকটের চিত্র তুলে ধরেন জাতিসংঘের এই কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সতর্ক সংকেত বেজে উঠছে’ কারণ সাম্প্রতিক সময়ে গ্যাং সহিংসতা বৃদ্ধির ফলে পরিস্থিতিকে খুব খারাপ থেকে আরও খারাপ করে তুলেছে এবং মার্চের প্রথম সপ্তাহেই রাজধানী পোর্ট অ-প্রিন্সে অতিরিক্ত ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
তিনি বলেন, এক কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটিতে ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার মানুষ। জাতিসংঘের হিসাব মতে মোট বাস্তুচ্যুতদের অর্ধেকেই শিশু।
বাউয়ার বলেন, ২০২০ সালে কোভিড মহামারির সময় ৪০ লাখ খাদ্য নিরাপত্তাহীন ও ক্ষুধার্ত হাইতিয়ান ছিল এবং এই সংখ্যা কমেনি, তবে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা সংখ্যাটি ১০ লাখে উন্নীত হয়েছে।
বাউয়ার বলেন, পোর্ট-অ-প্রিন্সকে 'একটি বুদ্বুদে' পরিণত করা হয়েছে। যেখানে গ্যাংগুলো রাস্তা নিয়ন্ত্রণ করে, বন্দর ও বিমানবন্দর বন্ধ করে দেয় এবং কেউ ঢুকতে বা বের হতে পারে না।
বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক বলেন, সংস্থাটি এবং তার অংশীদাররা রাজধানীতে নতুন করে বাস্তুচ্যুত লোকদের জন্য একটি গরম খাবার পরিষেবা শুরু করেছে, দিনে ২ হাজার জনের খাবার দিয়ে শুরু করে এখন তা দিনে প্রায় ১৪ হাজার জনের খাবার রয়েছে।
তবে তিনি বলেন, বন্দরটি পুনরায় চালু করা হলে না করলে কয়েক সপ্তাহের মধ্যে ডব্লিউএফপির গুদামের সরবরাহ শেষ হয়ে যাবে।
হাইতি তার খাদ্য সরবরাহের ৫০ শতাংশের জন্য খাদ্য আমদানির উপর নির্ভর করে। বাউয়ার বলেন, ডব্লিউএফপি নিশ্চিত করতে পারে যে পোর্ট-অ-প্রিন্সের পাশাপাশি হাইতির অন্য এলাকায় খাদ্যের দাম বাড়ছে।
তিনি বলেন, জানুয়ারিতে গোলযোগ হয়েছিল এবং দক্ষিণে খাদ্যের দাম ২৫ শতাংশ বেড়েছে, যেখানে রাস্তাঘাট অবরোধ করা হয়েছিল এবং ট্রাকগুরো মৌলিক প্রয়োজনীয়তা নিয়ে পোর্ট-অ-প্রিন্সে যেতে পারেনি। সেখানে রান্নার জন্য প্রাথমিক জ্বালানি প্রোপেনের সংকট ছিল।
আরও পড়ুন: চিলির দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩১, নিখোঁজ ৩০০
বাউয়ার বলেন, সাম্প্রতিক দিনগুলোতে গ্যাং সহিংসতার কারণে খাদ্যপণ্যের দাম অন্তত ১০ শতাংশ বেড়েছে।
তিনি বলেন, রাজধানীর বাইরের গ্রামীণ এলাকার অর্থনীতি পোর্ট-অ-প্রিন্সের সংযোগের উপর নির্ভর করে এবং বাণিজ্য ব্যাহত হওয়ার কারণে দেশের অন্যত্র খাদ্যের দামও বেড়েছে।
বাউয়ার বলেন, ডব্লিউএফপির এক জরিপে দেখা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবারের আয় কমে যাচ্ছে, কারণ মানুষ কাজে যেতে পারছে না। তারা ' একটি জায়গায় আশ্রয় নিচ্ছে' এবং অর্থ উপার্জন করছে না।
প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগের প্রভাব সম্পর্কে জানতে চাইলে বাউয়ার বলেন, তিনি রাজনৈতিক গতিশীলতা পড়ার ক্ষেত্রে ভাল নন ‘তবে আমরা অবশ্যই আশা করি যে নিরাপত্তার উন্নতি হবে।’
তিনি বলেন, নিরাপত্তাহীনতা মানুষকে এই মুহূর্তে খুব সাধারণ কাজগুলো করতে বিঘ্ন ঘটাচ্ছে। সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, বা সুপারমার্কেটে যাওয়া বা 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' কাজ হয়ে দাঁড়িয়েছে।
উত্তর হাইতির ক্যাপ হাইতিয়েন থেকে কথা বলার সময় বাউয়ার জোর দিয়ে বলেন, ‘শুধু নিরাপত্তার দিকে নজর দিলে হবে না, আমাদের জোরালো মানবিক সহায়তাও প্রয়োজন।’
কিন্তু এ বছর হাইতির জন্য জাতিসংঘের ৬৭ কোটি ৪০ লাখ ডলারের মানবিক আবেদনের মাত্র ২ দশমিক ৬ শতাংশ অর্থায়ন করা হয়েছে।
একটি ইতিবাচক নোটে, বাউয়ার বলেন, স্থানীয় কৃষকদের কাছ থেকে ডব্লিউএফপি কিনতে পারে এমন সরবরাহের জন্য ধন্যবাদ। এটি চলমান কর্মসূচির অংশ হিসাবে সোমবার উত্তর ও দক্ষিণ হাইতি এবং অন্যান্য শান্ত অঞ্চলে প্রায় ১ লাখ ৬০ হাজার স্কুল শিশুকে খাওয়াতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, সহিংসতার কারণে প্রবেশের ঝুঁকি সত্ত্বেও ডব্লিউএফপি হাইতির কিছু দরিদ্র মানুষের কাছে তাদের মোবাইল ফোনে অর্থ পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার বলেছেন, গোষ্ঠীগত সহিংসতার কারণে অনেক স্বাস্থ্য সুবিধা বন্ধ করতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তের ঘাটতি রয়ে গেছে এবং প্রতিবেশী ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে রক্ত আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চিলির ঘনবসতিপূর্ণ মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু
৯ মাস আগে
হাইতিতে বিমান বিধ্বস্ত, নিহত ৫
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওই অঞ্চলের পুলিশ কমিশনার পিয়েরে বেলামি সামেদি জানান, বিমানটি দক্ষিণ উপকূলীয় শহর জ্যাকমেলের দিকে যাচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সোডার বোতলবহনকারী একটি ট্রাকের ওপর বিধ্বস্ত হয়।
তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।
আরও পড়ুন: কাশ্মিরে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত
সামেদি বলেন, পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তার অবস্থার সম্পর্কে কিছু জানা যায়নি। বিমানটিতে মোট পাঁচ জন আরোহী ছিলেন।
হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানটিকে সেসনা ২০৭ বলে শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনডোসা নিহত
প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইটে দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২ বছর আগে
হাইতিতে ১৭ মার্কিন মিশনারি অপহৃত
হাইতিতে শিশুসহ ১৭ মার্কিন খ্রিস্টান মিশনারিকে অপহরণ করেছে একটি অপরাধী গোষ্ঠী। শনিবার একটি এতিমখানা থেকে বাসায় ফেরার পথে তাদের অপহরণ করা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে ওহিও ভিত্তিক খ্রিস্টান এইড মিশনারিজ।
এক মিনিটের ওই বার্তায় বলা হয়েছে, এটি একটি বিশেষ সতর্ক বার্তা। দোয়া করেন যেন অপরাধী গোষ্ঠীর সদস্যরা অনুতপ্ত হয়।
ওই বার্তায় আরও বলা হয়েছে, মিশনের ফিল্ড ডিরেক্টর মার্কিন দূতাবাসের সঙ্গে কাজ করছে।
মার্কিন সরকারের এক মুখপাত্র বলেছেন, তারা অপহরণের এ ঘটনা সম্পর্কে অবহিত আছেন। তিনি বলেন, বিদেশে মার্কিন নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশটির স্টেট ডিপার্টমেন্টের অন্যতম অগ্রাধিকারে রয়েছে।
৭ জুলাই নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হয়ে খুন হন এবং আগস্টে এক শক্তিশালী ভূমিকম্পে দেশটির দুই হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়। এরপর থেকে দেশটি ক্রমবর্ধমান সংঘবদ্ধ অপহরণের বিরুদ্ধে আবারও লড়াই করছে।
হাইতিতে জাতিসংঘের সমন্বিত কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী,চলতি বছরের প্রথম আট মাসে অপহরণের শিকার ৩২৮ ভুক্তভোগী হাইতির জাতীয় পুলিশের কাছে রিপোর্ট করেছেন। এ সংখ্যা গত বছরে ছিল ২৩৪ জন।
কর্তৃপক্ষ বলছে, অপহরণের পর অপরাধী গোষ্ঠী কয়েক’শ ডলার থেকে ১০ লাখ ডলারের বেশিও মুক্তিপণ দাবি করে।
আরও পড়ুন: প্রেসিডেন্ট হত্যায় জড়িত থাকার সন্দেহ নাকচ হাইতির প্রধানমন্ত্রীর
হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪১
আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
৩ বছর আগে
হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪১
হাইতেত ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গ্রীষ্মকালীন ঝড়ের কারণে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবার মধ্যে একদিনেই আরও ৫০০ এর বেশি মৃত লোককে উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা জানয়েছে, গ্রীষ্মকালীন ঝড়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিছু এলাকায় ১৫ ইঞ্চি (৩৮ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লি কায়ে এবং রাজধানী পোর্ট-অ-প্রিন্সে টানা বৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার হাইতির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৯৪১ জরে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ৯ হাজার ৯০০ ছাড়িয়েছে।
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৮০ মাইল) পশ্চিমে শনিবারের ভূমিকম্পটি বেশ কিছু কিছু শহরকে প্রায় ধ্বংস করে দিয়েছে। করোনাভাইরাস মাহামারি, দলীয় সহিংসতা, ক্রমবর্ধমান দরিদ্রতা এবং গত মাসে দেশটির প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন করে আবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল।
দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার মঙ্গলবার বলেছেন, ‘প্রবল বৃষ্টির কারণে ভূমিকম্পের উদ্ধার তৎপরতা বন্ধ রাখতে হয়েছে। এতে লোকজন বিক্ষোভ শুরু করে।’
আরও পড়ুন: হাইতিতে ভূমিকম্পে ১৪শ’র বেশি মৃত্যুর পর এবার ঝড়ের আশঙ্কা
আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
৩ বছর আগে
হাইতিতে ভূমিকম্পে ১৪শ’র বেশি মৃত্যুর পর এবার ঝড়ের আশঙ্কা
সোমবার হাইতির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, দেশটিতে গত শনিবার ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। তবে গ্রীষ্মকালীন ঝড়ের পূর্বাভাসের কারণে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে।
দেশটির লি কায়েস জেনারেল হাসপাতালের পরিচালক গেদ পিটারসন বলেন, ‘আমরা হাসপাতালের আঙ্গিনায় তাঁবু টাঙানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমাদের বলা হয়েছে যে এটি নিরাপদ নয়।’
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৮০ মাইল) পশ্চিমে ভূমিকম্পটি বেশ কিছু কিছু শহরকে প্রায় ধ্বংস করে দিয়েছে। করোনাভাইরাস মাহামারি, দলীয় সহিংসতা, ক্রমবর্ধমান দরিদ্রতা এবং গত মাসে দেশটির প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন করে আবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল।
গ্রীষ্মকালীন ঝড়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, লি কায়েসে সোমবার সন্ধ্যায় হালকা বৃষ্টি শুরু করেছে, তবে এটি কিছু এলাকায় ১৫ ইঞ্চি (৩৮ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হতে পারে। পোর্ট-অ-প্রিন্সে ইতোমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে।
এদিকে হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার বলেছেন, আসন্ন ঝড় নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ এটি আমাদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
লি কায়েস, জেরেমি শহর এবং নিপ্পস বিভাগের কথা উল্লেখ করে সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার বলেন, ‘আমরা এখন যে সম্পদগুলো পেয়েছি তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানে পৌঁছানোর জন্য কাজ করছি।’
ভূমিকম্পে আঘাত হানার তিন দিন পরও আহতরা লি কায়েসের জেনারেল হাসপাতালে প্রবেশ করতে থাকে। রোগীরা সিঁড়ি, করিডোর এবং হাসপাতালের খোলা বারান্দায় চিকিৎসার জন্য অপেক্ষা করছিল।
আরও পড়ুন: আফগানদের সাময়িক আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ, ঢাকার ‘প্রত্যাখ্যান’
আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
৩ বছর আগে
আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
প্রধানমন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানান, অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র একটি দল মঙ্গলবার মধ্যরাতে প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। হামলায় প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি মার্টিন ময়েসও আহত হয়েছেন।
আরও পড়ুন: ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক কাফি খান আর নেই
জোসেফ এ হামলাকে ঘৃণ্য, অমানবিক ও বর্বর বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, জাতীয় পুলিশসহ অন্যান্য বাহিনী ক্যারিবীয় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
আরও পড়ুন: রাশিয়ায় নিখোঁজ বিমানের সন্ধান, ২৮ আরোহীই নিহত
৩ বছর আগে