স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠু গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সারোয়ার উদ্দীন মিঠুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর গেন্ডারিয়া থানার নারিন্দা রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজসংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শেখ বোরহানউদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী নাফিমুল হক ওরফে এলেম।
তিনি জানান, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড়-সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। এ ঘটনায় নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিনও সূত্রাপুর থানায় আরেকটি মামলা করেন। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক এমপি বাহার ও মেয়ের ১৭ কোটি টাকা অবরুদ্ধ করল সিআইডি
সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সুপার জসীম উদ্দিন।
তিনি আরও জানান, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অন্যান্য জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
৯৪ দিন আগে
এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো: স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, করোনাকালে সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের একটা রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, ‘আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে ছিল। তখন দেশের দুর্যোগকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এখন দেশের করোনাকালীন দুযোর্গ চলছে কিন্তু বিএনপির নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। তারা শুধু বড় বড় কথা বলতে পারেন।’
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসায় ‘বাধা’ দিচ্ছে সরকার: বিএনপি
বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় থেকে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব কুমার সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা প্রমূখ।
আরও পড়ুন: করোনায় একদিনে মৃত্যু ২০০ ছাড়াল
খাদ্য সহায়তা বিতরণ শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চারটি করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন। ওইসব বুথে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার সুবিধাসহ ব্যবহার করা মাস্কও ওই বুথে ফেলা যাবে।
মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন, বেউথা ঘাট এলাকা, বাসস্ট্যান্ড এলাকা ও পশ্চিম দাশড়া এলাকায় একটি করে ওই বুথ স্থাপন করা হয়েছে। ওইসব বুথে স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীরা নিয়মিত প্রয়োজনীয় সংখ্যক মাস্ক রেখে যাবেন মানুষের ব্যবহারের জন্য।
আরও পড়ুন: বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না: তথ্যমন্ত্রী
১৬১১ দিন আগে