রহস্যজনক
রাতে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে রাতে মাছ ধরতে গিয়ে শাহাদাত হোসেন সাধু নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘপুর গ্রামের বেপারী বাড়ির কাছে ডাকাতিয়া নদীর কামতা স্লুইস গেট এলাকায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
শাহাদাত হোসেন সাধু উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাঘপুর গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।
স্থানীয় চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, রবিবার রাতে শাহাদাত ও তার ভাই তাজুল ইসলাম বেপারি ওই এলাকায় মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ভাই তাজুর ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। এতে তাজুল আহত থাকলেও শাহাদাতরে জ্ঞান ছিল না। তবে তার কান থেকে অনবরত রক্ত ঝড়ছিল। তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দত্ত বলেন, সোমবার সকালে শাহাদাতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কীভাবে শাহাদাত মারা গেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাটিভর্তি ট্রাক্টরের চাপায় শিশু নিহত
মানিকগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ২
৬ মাস আগে
যশোরে শিশুর রহস্যজনক মৃত্যু, বাবা-মা আটক
যশোরে আয়েশা নামের দেড় বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পিতা ও বিমাতাকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুরে ডুবে ২ বছরের শিশু মৃত্যু
শিশু আয়েশা যশোর শহরের খড়কী ধোপাপাড়া এলাকার পিন্টুর মেয়ে।
স্থানীয়দের অভিযোগ, শিশু আয়েশাকে বিমাতা হত্যা করেছেন।
পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: কচুয়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নিহত শিশুর পিতা পিন্টু জানান, আয়েশা দুর্বল ছিল। সে বারবার পড়ে যেতো। শনিবার পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে।
পিন্টু আরও জানান, ৪-৫ মাস আগে শিশুর মা জান্নাতুলের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এ ঘরে তার আরও এক ছেলে রয়েছে।
জান্নাতুলের সঙ্গে বিচ্ছেদের পর তিনি পারভীনকে বিয়ে করেছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৫
যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত জানান, শনিবার দুপুর ১টার দিকে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে আনেন তার পিতা পিন্টু। এসময় তার সৎ মা(বিমাতা) পারভীনও সঙ্গে ছিলেন।
তিনি আরও জানান, চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, মৃত্যুটি রহস্যজনক হওয়ায় তার পারভীন ও বাবা পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার আফসার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১১ মাস আগে
সাভারে ডাইং কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু
সাভারে একটি ডাইং কারখানায় এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সাভারের দক্ষিণ রাজাশনের হাইপয়েড কম্পোজিট নিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আব্দুল্লাহ মোল্লা একজন অপারেটর ছিলেন।
আরও পড়ুন: সাভার মহাসড়কে মিলল ছিন্নবিচ্ছিন্ন লাশ
শ্রমিকরা জানায়, শনিবার সকালে কারখানার ড্রেনের পাশে অপারেটর আব্দুল্লাহ মোল্লা গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে কারখানা কর্তৃপক্ষ সাভার মডেল থানা পুলিশকে না জানিয়ে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় পাঠিয়ে দেয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বলেন, পুলিশকে না জানিয়ে লাশ পাঠিয়ে অন্যায় হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ: আশুলিয়া, সাভার ও ধামরাইয়ের ১৩০ কারখানা বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে সাভারে পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষে আহত ১৫
১ বছর আগে
মাদারীপুরে দুই নারীর ‘রহস্যজনক’ মৃত্যু
মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে জেলা পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার চার তলায় এ ঘটনা ঘটে।
নিহত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে। তাৎক্ষণিকভাবে নিহত অন্য আরেকজনের পরিচয় জানা যায়নি। মারা যাওয়া দুইজন একে অপরের বান্ধবী ছিল।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী, মা সাবিনা ইয়াসমিন ও মামাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। তবে,কি কারণে তাদের মৃত্যু হয়েছে, এখনও বিষয়টি জানা যায়নি।
অন্যদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে যে পহেলা অক্টোবর মা,মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া উঠেন। শনিবার রাতে তাদের বাসায় অপরিচিত আরও তিন থেকে চারজন নারী আসে। এ ঘটনার পরে সাগরিকা আহমেদের বাসায় আসা অপরিচিত নারীদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন।
তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
সিরাজগঞ্জে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার পৌর এলাকার পুকুরপাড় মহল্লায় জানাযার সময় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে।
ব্যবসায়ী সোহেল রানার (৪০) ওই মহল্লার মৃত আছাব উদ্দিন আকন্দের ছেলে।
আরও পড়ুনঃ খুলনায় ‘মাদকাসক্ত’ যুবকের রহস্যজনক মৃত্যু
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার দুপুরের দিকে সোহেল নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাদকাসক্ত ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। ওইদিন সন্ধ্যার দিকে জানাযার আয়োজন মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ মিনুর রহস্যজনক মৃত্যুর পর তাঁর বড় ছেলে নিখোঁজ
ওসি আরও জানান, মঙ্গলবার সকালে তাঁর লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ডান হাতের কব্জিতে আঘাতের চিহ্ণ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে বিশেষ কৌশলে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
৩ বছর আগে
খুলনায় ‘মাদকাসক্ত’ যুবকের রহস্যজনক মৃত্যু
খুলনা নগরীর দৌলতপুর থানার অন্তর্গত রেলিগটে এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাদকাসক্ত বলে পরিচিত এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত বাবু ওরেফে কুক বাবু (৩৫) রেলিগেট সা হেব বাজার এলাকায় বসবাস করতো বলে জানা যায়। স্থানীয়দের কাছে একজন মাদকাসক্ত হিসেবেই পরিচিত ছিল বাবু।
আরও পড়ুন: বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে দোকানি নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২ টার দিকে প্রতিদিনের মতো আকাংখা বসতির পাশের বস্তি থেকে মাদকসেবীরা এসে নির্মাণাধীন একটি ভবনের ছাদের ওপর মাদকের আসর বসায়। এ সময় অতিরিক্ত মাদক সেবনে বাবু নামের ওই যুবক জ্ঞান হারিয়ে ছাদ থেকে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য মাদকসেবীরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তবে নিহত বাবুর স্বজনদের দাবি, তার সঙ্গে থাকা মাদকসেবীরা তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে।
আরও পড়ুন: খুলনা বিভাগে আজও ৪৬ মৃত্যু, শনাক্ত ১৪৩৫
মঙ্গলবার সকালে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।
৩ বছর আগে
মার্কেটের গলি থেকে আগুনে ঝলসে যাওয়া শিক্ষিকার লাশ উদ্ধার
ঠাকুরগাঁও শহরের প্রারম্ভিক কিন্ডার গার্টেনের সাবেক এক শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি মার্কেটের গলি থেকে আগুনে ঝলসে যাওয়া শিক্ষিকার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শান্তনা রায় মিলি (৪৫) শহরের তাতীপাড়া এলাকার সমীর কুমার রায়ের স্ত্রী।
আরও পড়ুনঃ মিনুর রহস্যজনক মৃত্যুর পর তাঁর বড় ছেলে নিখোঁজ
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের চৌরাস্তার পাশে শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের একটি মার্কেটের গলিতে লাশটি পরে থাকতে দেখে ৯৯৯ এ খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
মিলির স্বামী সমীর জানান, মিলি মৃত্যুর আগে বাসার ডায়েরিতে তার রোগাক্রান্তের কথা উল্লেখ্য করে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখে গিয়েছে।
আরও পড়ুনঃ ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
তাদের ছেলে রাহুল জানান, রাত ১১ টায়ও তিনি শেষ কথা বলেছেন মায়ের সাথে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে মার্কেটের গলিতে থেকে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে ফোন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদেহ আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ রুয়েট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুলতানা রাজিয়া বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মিলির মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
৩ বছর আগে