দৈনিক যুগান্তর
যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান ৪২ বছর বয়সে মারা গেছেন
দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪২ বছর।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাবিব এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আরও পড়ুন: কবি মোহাম্মদ রফিক আর নেই
মিরপুর শাইনপুকুর হাউজিং জামে মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতা জীবন শুরু করেন।
তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পৃথক শোক প্রকাশ করেন।
তারা হাবিবের বিদেহী আত্মর মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: অধ্যাপক পান্না কায়সার আর নেই
সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
১ বছর আগে
চট্টগ্রামে দৈনিক যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা
চট্টগ্রামে ‘দৈনিক যুগান্তর’- এর সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আইনে মামলা করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়।
মামলার আসামি করা হয়েছে- দৈনিক যুগান্তরের ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার মাহাবুবুল আলম বাবলুকে।
আদালত অভিযোগ আমলে নিয়ে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, হেলাল আকবর বাবর কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক। তার বিরুদ্ধে সাংবাদিক মাহবুব সম্প্রতি ‘দুবাই ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট, শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’- শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে
প্রতিবেদনটি তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করেন।
প্রতিবেদনে হেলাল আকবরকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের গডফাদার বলে উল্লেখ করা হয়। মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন লিখে ভুক্তভোগীর মানহানি করায় হয় বলে মামলায় অভিযোগ আনেন বাদী যুবলীগ নেতা।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের আদেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা হেলাল আকবর বাবর ইউএরবিকে বলেন, কোনো সাংবাদিকের সঙ্গে আমার বিরোধ নাই, সবার সঙ্গে আমার সুসম্পর্ক। যুগান্তরের এই সাংবাদিক আমার বিরুদ্ধে মিথ্যা খবর দিয়ে আমার সম্মান নষ্ট করেছে।
তিনি আরও বলেন, তিনি লিখেছেন আমি নাকি সন্ত্রাসী ও টেন্ডারবাজ। মামলার আগে তাকে আমি উকিল নোটিশ পাঠিয়েছি। প্রয়োজনে আরও একটি মানহানির মামলা করবো।
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক শামসের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালেন আদালত
চট্টগ্রামে প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে লিগ্যাল নোটিশ
১ বছর আগে
ডিক্যাবের নতুন সভাপতি লোটাস, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন
ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বিশেষ প্রতিবেদক একেএম মঈনুদ্দিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২২ সালের নতুন এই কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিবেদক পান্থ রহমানও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
চতুর্থবারের মতো ডিক্যাব সভাপতি নির্বাচিত হন লোটাস এবং মঈনুদ্দিন টানা দ্বিতীয়বারের মতো দৈনিক মানব জমিনের কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমানের বিপক্ষে জয়লাভ করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন।
আরও পড়ুন: বাংলাদেশ চাইলে জাতিসংঘ নির্বাচনী সহায়তা দেবে: মিয়া সেপ্পো
দুই নির্বাচন কমিশনার ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ এবং মাছরাঙা টিভির হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা এসময় উপস্থিত ছিলেন।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের কূটনৈতিক প্রতিবেদক তৌহিদুর রহমান তার প্রতিদ্বন্দ্বী ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ইসরাত জাহান উর্মিকে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন- বাংলাভিশনের বিশেষ প্রতিবেদক আবু হেনা ইমরুল কায়েস, যুগ্ম সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), স্পাইস টিভির চিফ রিপোর্টার আহসান জুয়েল, কোষাধ্যক্ষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান অপু, দপ্তর সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
আরও পড়ুন: এটি বাংলাদেশের জন্য বড় এক বছর: ব্রিটিশ হাইকমিশনার ডিকসন
নির্বাচিত পাঁচ কার্যনির্বাহী সদস্য হলেন মো. তানজিম আনোয়ার (বাসস কূটনৈতিক প্রতিবেদক), মোরশেদ হাসিব হাসান (সিনিয়র রিপোর্টার, চ্যানেল ২৪), আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি কূটনৈতিক প্রতিবেদক), খুররম জামান (বার্তা ২৪ ডট কম কূটনৈতিক প্রতিবেদক) এবং এমএকে জিলানী (কূটনৈতিক প্রতিবেদক) দৈনিক সময়ের আলো)।
এর আগে বিদায়ী সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে ডিক্যাবের এজিএম অনুষ্ঠিত হয়।
২ বছর আগে
করোনায় খুলনার সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যু
দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদ করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত ১ টায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
আরও পড়ুন: রামেক হাসপাতালে একদিনে ১৮ মৃত্যু
গত ১ জুলাই থেকে করোনা উপসর্গ নিয়ে মোস্তফা কামাল নগরীর খালিশপুর আলমনগরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তিনি হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। রাত ১২ টার পর থেকে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না। রাত ১টায় অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যু
মৃত্যুকালে মোস্তফা স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, এই গণমাধ্যমকর্মীর মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৭১৩, মৃত্যু ৯
জুমার নামাজ শেষে আলমনগরে নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৩ বছর আগে