অস্ট্রেলিয়ান
মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোকপ্রকাশ অস্ট্রেলিয়ান হাইকমিশনের
মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যুর ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন।
বুধবার (২০ ডিসেম্বর) এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে হাইকমিশন বলেছে, ‘আমরা তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই, যারা ইচ্ছাকৃত অগ্নিসংযোগের হামলায় নিহত হয়েছে।’
হাইকমিশন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন
১০ মাস আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের প্রতি আহ্বান বিজিএমইএ সভাপতির
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা ও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, তরুণ জনসংখ্যা, ক্রমবর্ধমান অবকাঠামো এবং অনুকূল ব্যবসায়িক নীতি ও জলবায়ুর কারণে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় ও আদর্শ জায়গা।
সোমবার (২৪ জুলাই) বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি সিডনির ফোর সিজন হোটেলে বিজিএমইএর একটি সফররত প্রতিনিধি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নেটওয়ার্কিং ইভেন্টে তিনি এ আহ্বান জানান।
অস্ট্রেলিয়ান ব্যবসায়ী, বিনিয়োগকারী, ক্রেতা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আরএমজি শিল্পের উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নীতিগত সহায়তা চান বিজিএমইএ সভাপতি
সেখানে বিজিএমইএ প্রতিনিধিদল বাংলাদেশে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানান।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকীও অনুষ্ঠানে বক্তব্য দেন।
হাইকমিশনার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগকে বাস্তবে রূপান্তর করতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপর জোর দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম, সাবেক সহসভাপতি মো. মশিউল আজম শজল, বিজিএমইএ স্থায়ী কমিটির প্রেস, প্রকাশনা ও প্রচারবিষয়ক সভাপতি শোভন ইসলাম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির ফরেন মিশন সেলের চেয়ার শামস মাহমুদ, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান এবং রোজ ইন্টিমেটস লিমিটেডের ডিরেক্টর সঞ্জয় কুমার প্রমুখ।
আরও পড়ুন: শিল্পের প্রবৃদ্ধি ছাড়া ৭.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন অসম্ভব: বিজিএমইএ সভাপতি
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাহায্যনির্ভর থেকে বাণিজ্যনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। এ দেশের ব্যবসায়ীরা বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর জন্য অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে আইসিটি, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, চামড়া ইত্যাদি শিল্প খাতে সুযোগ বেড়েছে।
বিজিএমইএ পরিচালক আসিফ আশরাফ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর একটি প্রেজেন্টেশন দেন।
কীভাবে খাতটি কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব এবং শ্রমিকদের কল্যাণে ব্যাপক অগ্রগতি করেছে এ বিষয়ে প্রেজেন্টেশনটি দেওয়া হয়।
বিজিএমইএ সভাপতি অস্ট্রেলিয়ান ক্রেতাদের বাংলাদেশের পোশাক, বিশেষ করে হাই-এন্ড সেগমেন্টের সোর্সিং বাড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন: এলডিসি উত্তোরণে বাংলাদেশকে সহায়তায় ইইউ’র প্রতি বিজিএমইএ প্রধানের আহ্বান
১ বছর আগে
আদিবাসীদের সমর্থন করতে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান আইন প্রণেতা
সংসদে তথাকথিত আদিবাসী ভয়েস তৈরির সরকারের প্রস্তাবকে সমর্থন করতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতৃত্ব থেকে একজন সিনিয়র আইনপ্রণেতা বিভক্ত হয়েছেন।
ভয়েস তৈরির জন্য অস্ট্রেলিয়ানরা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো এক সময় ভোট দেবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:তাইওয়ানে ৭০ চীনা সামরিক বিমান ও ১১ নৌ জাহাজ শনাক্ত
একটি নির্বাচিত দল যাকে সংসদে আদিবাসীদের স্বার্থের ওকালতি করার জন্য অভিযুক্ত করা হবে কিন্তু আইনে ভোট দেওয়া হবে না।
রক্ষণশীল লিবারেল পার্টির শ্যাডো অ্যাটর্নি-জেনারেল এবং আদিবাসী অস্ট্রেলিয়ানদের ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জুলিয়ান লিজার, যাতে তিনি ভয়েস তৈরির পক্ষে ওকালতি করতে পারেন। ছায়া মন্ত্রিসভার সদস্য হিসাবে লিজার সাংবিধানিক পরিবর্তনের বিরোধিতা করতে বাধ্য ছিলেন।
লিজার সাংবাদিকদের বলেছেন, ‘আমি বিশ্বাস করি ভয়েসের সময় এসেছে।’ ‘আমি স্থানীয় এবং আঞ্চলিক সংস্থাগুলো থেকে টানা একটি জাতীয় কণ্ঠে বিশ্বাস করি এবং আমি এই বছর যে গণভোট করা হচ্ছে তাকে সমর্থন করব।’
সিনিয়র আইন প্রণেতারা ভয়েস-এ পার্টি লাইন অনুসরণ করার জন্য বিরোধী দলের নেতা পিটার ডাটনের সমালোচনা করা হয়েছিল।
আদিবাসী অস্ট্রেলিয়ানদের জন্য প্রাক্তন মন্ত্রী কেন ওয়াট, ভূমিকাটি পূরণ করার জন্য প্রথম আদিবাসী আইন প্রণেতা ভয়েসের বিষয়ে তার অবস্থানের জন্য গত সপ্তাহে লিবারেল পার্টি র সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত বছর পার্লামেন্ট নির্বাচনে তার আসন হারান ওয়াট।
লিজার বলেছিলেন যে তিনি নেতা হিসাবে ডাটনের সমর্থক রয়েছেন।
লিজার বলেছিলেন, ‘আমি বিদ্বেষ বা তিক্ততা ছাড়াই পদত্যাগ করছি। আমি একজন অনুগত লিবারেল রয়েছি। পিটার ডাটনের নেতৃত্বে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
লিজার আরও বলেন, ‘ফ্রন্ট বেঞ্চার হিসাবে আজ আমার পদত্যাগ ব্যক্তিত্ব সম্পর্কে নয়। এটি বিশ্বাসের দড়ি দিয়ে বিশ্বাস রাখার চেষ্টা করা এবং আমি যা তার অংশ।’
উত্তর-পূর্ব উপকূল থেকে টোরেস স্ট্রেট দ্বীপপুঞ্জের আদিবাসী অস্ট্রেলিয়ানরা মূল ভূখণ্ডের আদিবাসী জনসংখ্যা থেকে সাংস্কৃতিকভাবে আলাদা। দুটি আদিবাসী অস্ট্রেলিয়ান জনসংখ্যার তিন দশমিক দুই শতাংশ এবং তারা দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জাতিগোষ্ঠী।
ভয়েস মূলত ২০১৭ সালে আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীর আইনজীবীদের একটি গ্রুপ দ্বারা প্রস্তাবিত হয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প
দ. কোরিয়ার সমুদ্রতীরবর্তী শহরে দাবানল, পালিয়েছে শত শত মানুষ
১ বছর আগে
ক্রিকেটের প্রতি অস্ট্রেলিয়ান ও বাংলাদেশিদের ভালবাসার কথা তুলে ধরেন অস্ট্রেলিয়ান দূত
আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ-২০২২ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল(পুরুষ)রওনা হওয়ার আগে বিদায় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। বৃহস্পতিবার নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হাইকমিশনার অস্ট্রেলিয়ান ও বাংলাদেশিদের পারস্পরিক ক্রিকেটের প্রতি ভালবাসার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: স্ত্রীর করা মামলায় আগাম জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন
তিনি বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের সময় বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরে যাওয়াটা যথোপযুক্ত।
২ বছর আগে
হাজার কেজির ‘বাংলার টাইগার’: দাম হাঁকছেন ৫ লাখ
‘বাংলার টাইগার’নামটি শুনে একটু চমকে উঠছেন তো। এটি কোন বাঘের নাম নয়, এটি একটি ষাঁড়ের নাম। বিশাল আকৃতির এই ষাড়টি দেখতে অনেকটা বাঘের মতো। তাই মালিক আদর করে এর নাম দিয়েছেন ‘বাংলার টাইগার’। ইতোমধ্যে ষাড়টি সেলেব্রিটিদের মতো সবার নজর কেড়েছে।
আরও পড়ুনঃ লকডাউন অমান্য করায় চাঁদপুরে গরুর হাট ভেঙে দিল প্রশাসন
‘বাংলার টাইগার’অন্য সাধারণ ষাঁড়ের মতো নয়। অস্ট্রেলিয়ান-ফ্রিজিয়ান জাতের ষাড়টির ওজন প্রায় এক হাজার কেজি। আর আজ এর জন্যই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিমদেবত্তর গ্রামটি সারা বাংলাদশে পরিচিতি পেয়েছে। সেই সঙ্গে পরিচিত মুখ হয়ে উঠেছেন রাজিকুল ইসলাম। পরম আদরে ‘বাংলার টাইগার’ তাঁরই খামারে বেড়ে উঠেছে। রাজিকুল আসন্ন ঈুদল আজহা উপলক্ষে এর দাম হেঁকেছেন পাঁচ লাখ টাকা। অবশ্য এখন পর্যন্ত এর দাম উঠেছে চার লাখ টাকা।
আরও পড়ুনঃ গরু কিনে ‘ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন করলেন স্থানীয় সরকারমন্ত্রী
রাজিকুল ইসলাম বলেন, ‘প্রতি বছর গরুর হাটে গরু বিক্রি করা যায় দেখে শুনে। করোনায় লকডাউন থাকায় তা হচ্ছে না। তবে লকডাউন ওঠে গেলে কোনো একটা হাটে বাংলার টাইগারকে নেয়া হবে। ফ্রিজিয়াম জাতের ষাঁড়টির বয়স প্রায় চার বছর। কোরবাবানির উপযোগী হওয়ায় এটিকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।এতে এলাকায় মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বাড়িতে এসেই দাম হাঁকাচ্ছেন ক্রেতারা। অনেকেই বাংলার টাইগারকে এক নজর দেখতে ভিড় করছেন।’
আরও পড়ুনঃ কুড়িগ্রামে গরু পাচারকারীদের তৎপরতায় করোনা সংক্রমণের আতঙ্ক
রাজিকুল জানান, কোনো প্রকার ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্যে ষাঁড়টিকে এ পর্যায়ে আনা হয়েছে। ষাঁড়টিকে খড়, জার্মানির তাজা ঘাস, খৈল, ভূষি, চালের কুড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। এছাড়াও গোসল করিয়ে পরিষ্কার ঘরে রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়াসহ চিকিৎসকের পরামর্শ নেয়া হচ্ছে। খাবারসহ প্রতিদিন এ ষাঁড়টির পেছনে ৪০০ টাকার ওপর খরচ হয়।
ষাঁড়টি দেখতে আসা আলতাফ হোসেন বলেন, ‘এতো বড় গরু সাধারণত হাটে দেখতে পাওয়া যায় না। তাই ‘বাংলার টাইগারের' খবর শুনে দেখতে এসেছি।’ বাড়িতে লালন পালন করা ষাঁড় এতো বড় হতে পারে তা দেখেই হতবাক হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ৯৯৯ এ কল দিয়ে ছিনতাইকৃত গরুর ট্রাক উদ্ধার, আটক এক
এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবায়দুল কবির বলেন, এটিকে স্বাস্থ্যসম্মত ও নিরাপদে রাখার জন্য দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর রাজিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিচ্ছে। তিনি খুব ভালোভাবে ষাড়টিকে লালন পালন করেছেন।
৩ বছর আগে