বাবু
কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
কণ্ঠশিল্পী কাজী শুভর ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
এরমধ্যে তার কণ্ঠে একটি গান ব্যাপ জনপ্রিয়তা পায়। আর সেই গানটির গীতিকার আরিফ হোসেন বাবু। তার প্রথম লেখা ও সুরে প্রথম গানটি উঠে শুভর কণ্ঠে।
২০২১ সালে শুরু হওয়া আরিফ হোসেন বাবুর ক্যারিয়ারের শততম গান রিলিজ হতে যাচ্ছে ১ মার্চ। আর এই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
‘ও আমার প্রিয়া রে’ শিরোনামের রোমান্টিক গানটি এরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ। ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শুভ মেহেরাজ ও ঐশি।
গানটি ও আরিফের শততম গান গাওয়া প্রসঙ্গে ইউএনবিকে কাজী শুভ বলেন, ‘খুব ভালো লাগছে যে আরিফের শততম গান রিলিজ হচ্ছে। তার ক্যারিয়ারের প্রথম গানটি আমি গেয়েছে। এরসঙ্গে যোগ হলো তার শততম গান। বেশ ভালো লাগছে যে তিনি অল্প সময়েই নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারছেন। সামনে আমাদের আরও বেশ কিছু ভালো গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’
উল্লেখ্য, কাজী শুভ ও আরিফ হোসেন বাবু জুটির বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে এর মধ্যে বরিশাল, কন্যারে আমার বেশ জনপ্রিয়তা পায়।
আরও পড়ুন: ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
৮ মাস আগে
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ইউপি চেয়ারম্যান বাবু’র দায় স্বীকার
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে দণ্ডবিধি ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
শুক্রবার (২৩ জুন) বিকালে পাঁচ দিনের রিমান্ড শেষে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হলে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: পঞ্চগড় থেকে ইউপি চেয়ারম্যান বাবু আটক
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১টা ৪৫মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ। বিকালে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন। এসময় বাবু চেয়ারম্যান সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
জবানবন্দি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বাংলানিউজের জেলা প্রতিনিধি এবং একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে সন্ত্রাসীরা।
বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি’র চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা বকশিগঞ্জ পাটহাটি এলাকায় মোটরসাইলের গতিরোধ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ১০-১২ জন এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়।
তাকে প্রথমে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে রিমান্ডে আনা হয়েছে বকশীগঞ্জ থানায়।
তাদের মধ্যে মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিন, ৬ আসামিকে চারদিন এবং অপর ৬ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলো- রেজাউল করিম, মনিরুজ্জামান, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, তোফাজ্জল, আইনাল, কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহীহ, মকবুল ও ওহিদুজ্জামান।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের প্রত্যেককে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
১ বছর আগে
সাংবাদিক রব্বানী হত্যা: অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে এলজিআরডি মন্ত্রণালয়
গত বুধবার জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সোমবার স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্ত করেছে।
এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যা: অভিযুক্ত বাবুসহ ১২ জন রিমান্ডে
নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ সোমবার স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়।
অভিযুক্ত চেয়ারম্যান বাবু বর্তমানে জেল হাজতে আছেন।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৯ আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
কুড়িগ্রামে সৌখিন মাছ শিকারির খোঁচায় ১৬ কেজির বোয়াল!
১ বছর আগে
৫০ মণ ওজনের মানিক ও বাবু’র দাম উঠেছে ১৪ লাখ
কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সবার নজর কাড়ছে ৫০ মন ওজনের মানিক ও বাবু যুগল। ক্রেতারা শান্তপ্রকৃতির এ দুটি ষাঁড়ের এখন পর্যন্ত দাম হাকিয়েছে ১৪ লাখ টাকা। তবে মালিক অলি মিয়া ষাঁড় দুটির বিক্রয় মূল্য নিধারণ করেছেন ২২ লাখ টাকা।
প্রবাসফেরত অলি মিয়া ও তার স্ত্রী হাবিবা বেগম বাড়ির আঙ্গিনায় একটি গরুর খামার গড়ে তুলেছেন। যেখানে কোরবানি ঈদ উপলক্ষে বেশ কিছু পশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। সে সকল পশুর মধ্যে রয়েছে মানিক ও বাবু নামে দুটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়।
অত্যন্ত যত্নের সাথে ষাঁড় দুটির লালন পালন করছেন তারা। প্রতিদিন তাদের খাবারের তালিকায় দিচ্ছেন খৈল, ভূষি, বন, খড়, ঘাসসহ বিভিন্ন প্রাকৃতিক খাবার। তাদের পরিচর্যায় একজন লোকও রাখা হয়েছে। কালো দেহী মানিকের ওজন প্রায় ২৫ মণ। আগাগোড়া একেবারে থুলথুলে মাংসল। সাদা রংয়ের বাবুরও ওজন প্রায় ২৫ মণ। দেখতে অনেকটা গোলগাল।
আরও পড়ুন: অনলাইনে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা
অলি মিয়া জানান, গত চার বছর ধরে মানিক ও বাবুর লালন পালন করছেন। কোরবানির ঈদে বিক্রি করার লক্ষে তাদের প্রাকৃতিক খাবারের মাধ্যমে হৃষ্টপুষ্ট করেছেন। এতে তাদের পিছনে প্রতিদিন এক হাজার টাকা খরচ করছেন। শুধু তাই নয়, তাদের খাবারের জন্য বাড়ির পাশে তিন কানি জমিতে ধান চাষ বাদ দিয়ে ঘাসের আবাদ করেছেন।
তিনি জানান, পরিবারের সদস্যর মতই তাদের প্রতিপালন করা হচ্ছে। তবে খামারের পরিধি বাড়ানোর জন্য এবং আর্থিক স্বচ্ছলতা ফেরাতে শত কষ্টে সত্বেও পশু দুটি বিক্রি করে দিতে হচ্ছে।
তার স্ত্রী হাবিবা বেগম বলেন, গত চার বছর আগে খামারে থাকা একটি গাভী গরু থেকে এ দুটি ষাঁড়ের জন্ম। অনেক শখ করে তাদের নাম রাখা হয়েছে মানিক ও বাবু। তারপর থেকেই কোরবানির ঈদে বিক্রি করার লক্ষ নিয়ে এ গুলোকে লালন পালন করা হচ্ছে। এবারের ঈদে মানিক ও বাবুকে বিক্রি করে দেয়া হবে। মনে শত কষ্ট থাকলেও তাদের বিক্রি করতে হচ্ছে।
আরও পড়ুন: হাজার কেজির ‘বাংলার টাইগার’: দাম হাঁকছেন ৫ লাখ
গরু কিনে ‘ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন করলেন স্থানীয় সরকারমন্ত্রী
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.বি.এম সাইফুজ্জামান বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে অনেকেই প্রবাস থেকে দেশে ফিরে আসছেন। তাদের কাছে যে পুঁজি আছে তা বিনিয়োগের নিরাপদ স্থান হচ্ছে পশু পালন। এতে স্বল্প পুঁজি দিয়ে গ্রামীণ পরিবেশে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ পশুপ্রাণী পালন করে তারা লাভবান হতে পারবেন। তবে যারা এ ধরনের উদ্যাগে নিবেন তারা যেন বিষয়টি আমাদের অবহিত করেন। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সব্বোর্চ্চ সহযোগিতা করা হবে।
তিনি বলেন, খামারি অলি মিয়া যে উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই এবং যে কোন প্রয়োজনে আমরা তার পাশে থাকব।
৩ বছর আগে