মাদক ব্যবসার নিয়ন্ত্রণ
মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন !
দিনাজপুরের হিলিতে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টার দিকে সীমান্তের ধরন্দা-চন্ডিপুর ব্রিজের কাছে এ ঘটনায় নিহতের অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে ফেনসিডিল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শাকিল হোসেন (২৩) ধরন্দা গ্রামের মৃত হুরু শেখের ছেলে। আর গ্রেপ্তার রাসেল হাসান (২২) একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় যৌতুক নিয়ে বিরোধে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর
স্থানীয়দের বরাতে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, শাকিল ও রাসেল প্রতিবেশী ও বন্ধু। শাকিল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। আর রাসেল ভারত থেকে দেশে ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত। কয়েকদিন আগে শাকিল রাসেলকে বলে ভারত থেকে ফেনসিডিল এনে ব্যবসা করতে হলে তাকে ৫০০ টাকা করে দিতে হবে। তানাহলে এলাকায় ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয় শাকিল। এ নিয়ে শুক্রবার রাত ১টার দিকে ধরন্দা-চন্ডিপুর ব্রিজের কাছে ফেনসিডিল পাচার ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাকিল বাড়ি থেকে হাসুয়া এনে রাসেলকে আঘাত করতে গেলে রাসেল হাসুয়াটি তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকেই উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা শাকিলককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে শাকিল মারা যায়।
আরও পড়ুন: সিলেটে জোড়া খুন: ‘গৃহকর্মীকে বিয়ের প্রস্তাব দেন শিক্ষিকা!’
ওসি জানান, এ ঘটনায় শনিবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
৩ বছর আগে