বন্ধুর হাতে বন্ধু খুন
সুনামগঞ্জে লেনদেনের অর্থ নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।
সোমবার রাত ৯টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাজুদ আলী(৪০) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগর কাটাখালী গ্রামের মৃত আগন আলীর ছেলে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে ১১টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত সোহেল মিয়া (৩২) একই উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামের রিফাত আলীর ছেলে। তাকে আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর পুলিশ তাকে আটক করে এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হবিগঞ্জে জোড়া খুনের মামলায় ২ যুবকের যাবজ্জীবন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাজুদ ও সোহেল একে অপরের বন্ধু এবং দু’জন মিলে দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ ও গাঁজার ব্যবসা করতেন। সোহেলের ভগ্নিপতি মান্নারগাঁও ইউপির নোয়াগাঁও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সঙ্গে মূলত ব্যবসার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।
মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে রাতে কাটাখালী বাজারে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল, সেলিম ও জুয়েল তাদের হাতে থাকা ডেগার (বিশেষ ধরনের ধারালো অস্ত্র) দিয়ে বন্ধু তাজুদ আলীর পেটেসহ বিভিন্ন স্থানে আঘাত করে।
সেলিম ও জুয়েল ঘটনার পর থেকে বর্তমানে পলাতক রয়েছে। সোহেল এখন হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ খুন
১ বছর আগে
ময়মনসিংহে ধারের ১০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় পাওনা একশ’ টাকার জন্য বন্ধুর হাতে জীবন দিতে হলো আরেক বন্ধুকে।
সোমবার (১০ এপ্রিল) রাতে আকুয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের নাম নাহিদ (২৫)। সে ওই এলাকার দুস মোহাম্মদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নগরীর আকুয়া দক্ষিণপাড়া এলাকার হৃদয় ও নিহত নাহিদ একে অপরের বন্ধু। তারা এক সঙ্গে চলাফেরা করতেন। সম্প্রতি হৃদয়ের কাছ থেকে একশ’ টাকা ধার নেয় নাহিদ।
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় কলেজছাত্র নিহত
তিনি আরও জানান যে সময় মতো ধারের টাকা পরিশোধ নিয়ে ঘটনার দিন দুই জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পরপরই অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো মাদরাসা ছাত্রের
১ বছর আগে
মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন !
দিনাজপুরের হিলিতে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টার দিকে সীমান্তের ধরন্দা-চন্ডিপুর ব্রিজের কাছে এ ঘটনায় নিহতের অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে ফেনসিডিল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শাকিল হোসেন (২৩) ধরন্দা গ্রামের মৃত হুরু শেখের ছেলে। আর গ্রেপ্তার রাসেল হাসান (২২) একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় যৌতুক নিয়ে বিরোধে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর
স্থানীয়দের বরাতে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, শাকিল ও রাসেল প্রতিবেশী ও বন্ধু। শাকিল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। আর রাসেল ভারত থেকে দেশে ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত। কয়েকদিন আগে শাকিল রাসেলকে বলে ভারত থেকে ফেনসিডিল এনে ব্যবসা করতে হলে তাকে ৫০০ টাকা করে দিতে হবে। তানাহলে এলাকায় ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয় শাকিল। এ নিয়ে শুক্রবার রাত ১টার দিকে ধরন্দা-চন্ডিপুর ব্রিজের কাছে ফেনসিডিল পাচার ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাকিল বাড়ি থেকে হাসুয়া এনে রাসেলকে আঘাত করতে গেলে রাসেল হাসুয়াটি তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকেই উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা শাকিলককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে শাকিল মারা যায়।
আরও পড়ুন: সিলেটে জোড়া খুন: ‘গৃহকর্মীকে বিয়ের প্রস্তাব দেন শিক্ষিকা!’
ওসি জানান, এ ঘটনায় শনিবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
৩ বছর আগে