লাঙ্গলবন্দ সেতু
লাঙ্গলবন্দ সেতু মেরামত, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ
আগামীকাল সোমবার সকাল ৮টা হতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু ব্যবহার না করতে অনুরোধ করেছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ১৭ কিলোমিটার কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি স্থানে লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ করা হবে।
আরও পড়ুন: বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
এ সময় মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু ব্যবহার না করে হালকা যানবাহনের জন্য (মোগড়াপাড়া-কাইকারটেক ব্রীজ-নবীগঞ্জ-মদনপুর) রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
একই সময়ে ভারী যানবাহনের জন্য (কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রীজ-সরাইল- ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা) রুট ব্যবহার করার জন্য বলা হয়েছে।
আগামী ১৪ জুলাই (বুধবার) দুপুর ১২টা হতে লাঙ্গলবন্দ সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চালককে মারধর: মহাসড়ক অবরোধ
ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬
৩ বছর আগে