কোরআন হিফজ
৬ মাসে কোরআন হিফজ করলেন ইবি শিক্ষার্থী জালাল
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অবসর সময়কে কাজে লাগিয়ে মাত্র ছয় মাসে পুরো কোরআন হিফজ (মুখস্থ) করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. জালাল উদ্দিন।
তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: করোনায় প্রাণ গেল ইবি শিক্ষার্থীর
একই বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দীকী ও জালালের সহপাঠী সাইফুদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জালালের কোরআন হিফজের বিষয়টি শেয়ার করেন। শেয়ারের কিছুক্ষণ পরেই বিভিন্ন স্তরের মানুষ তাকে অভিনন্দন জানান।
জানা যায়, জালাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৫তম অবস্থানে ছিলেন।
বর্তমানে তার বয়স ২১ বছর। এতো অল্প সময়ে কোরআন হিফজ করে জালাল উদ্দিন যেমন মেধার স্বাক্ষর রেখেছেন, তেমনি তিনি প্রমাণ করেছেন, সদ্বিচ্ছা থাকলে যেকোনো বয়সে কোরআন হিফজ করা সম্ভব।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় তথ্য নয় বরং দুর্নীতি নিয়ন্ত্রণ করুন: টিআইবি
ড. সাইফুল ইসলাম সিদ্দীকী বলেন, 'করোনা মহামারির শুরুতে আমি ছাত্রদের পড়াশোনার প্রতি, যারা কোরআন পড়তে জানেন না তাদের কোরআন তিলাওয়াত শেখার এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি করে পাঠ্যগ্রন্থ রচনার আহ্বান জানাই। আমার আহ্বানে আর কেউ সাড়া দিয়েছেন কি না জানি না। আমার প্রিয় ছাত্র জালাল উদ্দিন আমার আহ্বানে সাড়া দিয়ে আল-কোরআনের হাফেজ হয়েছেন।'
আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৫৭
৩ বছর আগে