মদনপুর
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে কাজীপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
অভিযানে চারটি রিমোট কন্ট্রোল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে সিটিটিসি।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে কাজিপাড়া এলাকায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে সিটিটিসি
তিনি জানান, তিনদিন আগে মিরপুর থেকে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিন জঙ্গিকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সিটিটিসি। পরে বারেকের দেয়া তথ্য অনুযায়ী একটি টিম সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ এলাকা থেকে মেজর ওসামা ওরফে নাঈমকে গ্রেপ্তার করে।
আসাদুজ্জামান বলেন, ওসামা ওরফে নাঈম নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তিনি নিজে বোমা তৈরি করেন এবং বোমা তৈরির প্রশিক্ষক। তিনি মদনপুরের কাজিপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং একটি স্থানীয় মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওসামার বাসা থেকেই এসব বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন এবং বোমা তৈরি করে আসছিলেন।
এদিকে, রবিবার সন্ধ্যায় প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রাখার পর আড়াইহাজারে নোয়াপাড়া এলাকার মিয়াবাড়ির মসজিদের পাশে একটি কক্ষ থেকে তিনটি বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় তিনটি আইইডি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
আরও পড়ুন: চট্টগ্রামে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
চট্টগ্রামে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযাগে সিরিয়া ফেরত যুবক গ্রেপ্তার
৩ বছর আগে