ট্রাক-পিকআপ সংঘর্ষ
গাইবান্ধায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ গরু ব্যবসায়ী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাসিতলা নামকস্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও চার জন।
নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন। তাদের বাড়ি ঢাকার সাভারে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, সকাল ৭টার দিকে ছয় জনের একটি গরু ব্যবসায়ীর দল সাভার থেকে পিকআপ ভ্যান যোগে রংপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা গরু ব্যবসায়ীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এর মধ্যে দ্রুতগামী অপর একটি ট্রাক আহতদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ময়েজ উদ্দিন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফয়সাল,শুক্কুর হক, তারা মিয়া, আব্দুল কুদ্দুসও মিজানকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে আব্দুল কুদ্দুস নামে আরেকজন মারা যায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আহত অবস্থায় অপর চার জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই গরু ব্যবসায়ী এবং তাদের সকলের বাড়ি ঢাকার সাভারে।
৩ বছর আগে