করোনা সংকটে মানবিক উদ্যোগ
করোনা সংকটে মানবিক উদ্যোগ
করোনার প্রভাবে কেউ কাজ হারিয়ে খাদ্য সংকটে, কেউ বা আবার করোনা রোগী নিয়ে পড়েছেন বিপাকে। এই জরুরি মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার, খাদ্যসহ বিভিন্ন সংকটে পড়া মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি ব্যক্তিরাও।
কঠোর লকডাউনের শুরু থেকেই জেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই কেয়ার’ ‘আমরা করবো জয়’-এর কর্মীরা সংকটাপন্ন রোগীদের জন্য অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এ বাড়ি ওবাড়ি ছুটে যাচ্ছেন। রাত নেই, দিন নেই, চলছে তাদের নিরন্তর ছুটে চলা।
পাশাপাশি সংগঠনগুলো ফরিদপুরের করোনা ডেডিকেটেট হাসপাতালে প্রতি রাতে রোগী ও তাদের স্বজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করছে।
আরও পড়ুন: মানবিক সহায়তা পেল ফরিদপুরের ৫ শতাধিক অসহায় মানুষ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই কেয়ার’এর সঞ্জয় সাহা জানান, তাদের সংগঠনের প্রধান প্রবাসী রোকেয়া পারভীনের পাঠানো অর্থ দিয়ে চালানো হচ্ছে মানবিক এই কাজ।
তবে অপর সংগঠন ‘আমরা করবো জয়’এর মহুয়া ইসলাম জানান, তাদের নির্দিষ্ট কোনো দাতা নেই। তবে স্বেচ্ছায় দেয়া নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের অনুদানের টাকায় চলছে এই প্রতিষ্ঠানের সেবা কাজ। রোদ, বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফোন কল আসামাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন দিশেহারা মুমূর্ষু করোনা রোগীর কাছে৷
একইভাবে করোনার এই যুদ্ধে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুর শহর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা।
এ প্রসঙ্গে ফরিদপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, আমরা জেলা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ফ্রি অ্যাম্বুলেন্সের সেবা দিচ্ছি। কোনো রোগীর অ্যাম্বুলেন্স সেবার দরকার হলে আমাদের হট নাম্বারে ফোন দিলেই সেখানে চলে যায় আমাদের অ্যাম্বুলেন্স। আর এই কাজে কাউকে কোন টাকা দিতে হয় না।
অনুরূপভাবে জেলা স্বেচ্ছাসেবক লীগ গত এক মাস ধরে শহরের ফ্রি অক্সিজেন, অ্যাম্বুলেন্স, এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারের সেবা দিয়ে আসছে।
সংগঠনটির সভাপতি শওকত আলী জাহিদ জানান, মানুষের এই বিপদের সময় তাদের পাশে আমরা থাকতে পারছি তাতেই আনন্দ। তিনি বলেন, দেশে লকডাউন থাকায় হাসপাতালগুলোতে রোগীর স্বজনদের খাবারের ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা হচ্ছে। এছাড়াও সরকারের পাশাপাশি আমাদের কর্মীরা মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালাচ্ছে। চেষ্টা করছি শুধু নিজেরা ভালো থাকতে নয়, সমাজের সকলকে নিয়ে ভালো থাকার।
আরও পড়ুন: রোগীদের সাথে মানবিক আচরণ করার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর
এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষার করে ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ২৩ শতাংশ। একই সময়ে করোনায় মারা গেছে ১৪ জন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ২৭৬ জন।
৩ বছর আগে