ঘরবন্দি যুবক
বিশ্বনাথে ঘরবন্দি যুবকের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও
বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিলেটের বিশ্বনাথে ঘরবন্দি যুবক অর্জুন দাস বেনুর চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাস।
সোমবার দুপুরে চিকিৎসক ও নরসুন্দরকে সঙ্গে নিয়ে মানসিকভাবে অসুস্থ্য অর্জুন দাসের বাড়ি দেওকলস ইউনিয়নের কালিজুরি গ্রামে যান ইউএনও।
আরও পড়ুনঃ সিলেটে ৬ বছর ধরে ঘরবন্দি বস্ত্রহীন যুবকএ সময় অর্জুন ইউএনওকে দেখে স্যালুট দেন। পরে তাঁর পরিবারের সদস্যরা জানান, নিয়মিত ওষুধ ও চিকিৎসা দিতে না পারার কারণে তিনি অস্বাভাবিক আচরণ করেন। এ জন্য বাধ্য হয়ে তারা তাকে প্রায় ছয় বছর ধরে ঘরবন্দি করে রেখেছেন।
আরও পড়ুনঃ সিলেটে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে তার চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন ইউএনও। আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, নিয়মিত চিকিৎসা ও সকলের ভালোবাসায় সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন তিনি।
আরও পড়ুনঃ সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারঅর্জুন দাসের বড়ভাই ঝুনু দাস বলেন, আমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করায় ইউএনও স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। পাশাপাশি তিনি প্রতিবেদন প্রকাশ করে চিকিৎসার সুযোগ তৈরি করে দেওয়ায় সাংবাদিকদের বিশেষ ধন্যবাদ জানান ।
৩ বছর আগে