নূর হোসাইন কাসেমী
২০ দলীয় জোট ছাড়ল জমিয়তে উলামায়ে ইসলাম
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৪ জুলাই) পুরানা পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
এসময় দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
লিখিত বিবৃতিতে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বিশেষ এক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচনী ঐক্য গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় ঐক্যবদ্ধভাবে কয়েকটি জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করে।
এ সময় জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সাথে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলমদের গ্রেপ্তারে প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়ার অভিযোগ আনেন জমিয়ত মহাসচিব।
‘তাই জমিয়ত মনে করে ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনও কার্যক্রমে জমিয়ত সক্রিয় থাকবে না,’ বলেন বাহাউদ্দিন জাকারিয়া।
পড়ুন: লকডাউন শিথিলের সিদ্ধান্ত ভুল: বিএনপি
তিনি এই বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গ্রেপ্তার তাদের সকল ওলামায়ে কেরাম এবং নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
জমিয়তের নেতা-কর্মীসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের সকল মামলা প্রত্যাহার এবং তাদের হয়রানি বন্ধেরও দাবি জানান।
এসময় অবিলম্বে দেশের সকল কওমি মাদরাসা পুনরায় চালুর দাবি জানান জমিয়ত মহাসচিব।
জাকারিয়া বলেন, দলের বেশিরভাগ সিনিয়র নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলামের দুটি অংশ। একটি অংশের নেতৃত্বে ছিলেন প্রয়াত নূর হোসাইন কাসেমী। অপর অংশের নেতৃত্বে ছিলেন প্রয়াত মুফতি ওয়াক্কাস। দুটি দলই দীর্ঘদিন ধরে ২০ দলীয় জোটে শরীক ছিলেন।
নূর হোসাইন কাসেমীর অংশ জোট ছাড়ার ঘোষণা দিলেও মুফতি ওয়াক্কাসের অনুসারীরা বলছেন, তারা এখনও ২০-দলীয় জোটের সাথে রয়েছেন এবং যারা জোট ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে তাদের সাথে কোনও সম্পর্ক নেই।
যোগাযোগ করা হলে ২০ দলীয় জোটের সমন্বয়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমি যতদূর জানি, তাদের নেতারা (জমিয়তের একটি অংশ) আজ (বুধবার) স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন এবং পরে এ জাতীয় একটি বিবৃতি দিয়েছেন।’
পড়ুন: কল-কারখানাগুলোতে কাজের নিরাপদ পরিবেশ নেই: বিএনপি
হাটহাজারীতে তাণ্ডব: হেফাজত নেতা নাসির উদ্দিন মুনির গ্রেপ্তার
তিনি বলেন, ‘আমরা জানি জমিয়তের অনেক নেতা আত্মগোপনে রয়েছেন। এছাড়া তাদের অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। জোট ছাড়ার কারণে যদি তাদের নেতা-কর্মীরা মুক্তিপান তবে আমরা খুশিই হবো।’
৩ বছর আগে