মেয়াদোত্তীর্ণ লিকুইড
মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউবে চলছিল কোভিড পরীক্ষা!
পাবনায় কোভিড পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টে নমুনা নেয়ার সময় তারিখ মেয়াদোত্তীর্ণ দেখা যায়।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কোভিড-১৯ পরীক্ষার কাজে এই লিকুইড টিউব ব্যবহার করা হয়।
ভুক্তভোগী এক ব্যক্তি জানান, তার করোনা টেস্টের জন্য তাকে ২০২১০৬ মেয়াদের লিকুইড টিউবে নমুনা নেয়া হয়। নমুনা নেয়ার সময় তিনি মেয়াদোত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। এ সময় দায়িত্বরত ব্যক্তিরা এ ব্যাপারে অফিসে অভিযোগ করতে বলেন।
পড়ুন: টানা পঞ্চম দিনে দুই শতাধিক মৃত্যু, শনাক্ত ১২২৩৬
পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায় অন্য লোক দিয়ে নমুনা সংগ্রহের কাজ করানো হচ্ছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া ১৯টি টেস্ট টিউব ছিল। পরবর্তীতে মেয়াদ আছে এমন নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফলাফল নাও আসতে পারে। এদের কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, খবর পাওয়ার সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তীতে ২০২১০৬ এর পরবর্তে মেয়াদ ওয়ালা লিকুইড টিউব দিয়ে বর্তমানে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।
পড়ুন: টিকা নেয়ার বয়স ১৮ বছর করার চিন্তা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীতে যানজট, যাত্রীদের ভোগান্তি
৩ বছর আগে