হাশেম ফুড কারখানা
হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের প্রাণহাণির ঘটনায় করা মামলা অধিক তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সদর দপ্তর থেকে এ আদেশ এসেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
আরও পড়ুন: যাবজ্জীবন সাজার ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগের রায় প্রকাশ
এ বিষয়ে পুলিশ সুপার আরও জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এ কারণে নিবিড়ভাবে অধিক তদন্তের জন্য পুলিশের সদর দপ্তর থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা অনুযায়ী মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের তদন্ত কর্মকর্তা মামলাটির নথিপত্র ও জব্দকৃত আলামতসহ সবকিছু সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। আগামীকাল শুক্রবারের মধ্যে এসব সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার।
বুধবার নারায়ণগঞ্জের একটি আদালত এই মামলায় চার দিনের রিমান্ড শেষে হাশেম ফুডস লিমিটেডের মালিক আবুল হাশেমসহ ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছে। এই ছয়জনের মধ্যে হাশেমের দুই ছেলে হাশেম বিন হাশেম ও তারেক ইব্রাহিমও আছেন।
আরও পড়ুন: যাবজ্জীবন সাজার ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগের রায় প্রকাশ
তবে আদালত হাশেমের অন্য দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিব ইব্রাহিমকে জামিন দিয়েছেন। তাঁরা বিদেশে পড়াশোনা করছেন এবং এই প্রতিষ্ঠানে তাদের কোনও মালিকানা নেই বলে তাদের জামিন দেয়া হয়েছে।
গত শুক্রবার রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা।
আরও পড়ুন: যোগ্যদের পদোন্নতি দিন: সেনা কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী
৩ বছর আগে