দরজা বন্ধ রেখে অফিসের কার্যক্রম
দরজা বন্ধ রেখে মাগুরায় সমাজসেবা অফিসের কার্যক্রম
মাগুরার মহম্মদপুর উপজেলার সমাজসেবা অফিস ভেতর থেকে বন্ধ রেখে অফিস কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
এদিকে, ভাতার টাকা না পেয়ে অফিসের সামনে ভিড় করেছেন অসহায় ভাতাভোগীরা।
সরেজমিনে দেখা যায়, নগদ অ্যাকাউন্ট খোলার পরও ভাতার টাকা না পেয়ে অফিসের সামনে ভিড় করেছেন অসহায় ভাতাভোগীরা। অনেকে এক বছরেরও বেশি সময় ধরে ভাতার টাকা পাননি।
আরও পড়ুন: জীবিত থেকেও সরকারের কাছে মৃত হওয়ায় ভাতা বন্ধ
সামনে ঈদ। অফিস ভেতর থেকে আটকানো। কারও থেকে ভাল কোনও পরামর্শ পাচ্ছেন না অফিসের সামনে অপেক্ষমান মানুষেরা।
সংশ্লিষ্টরা জানান, অফিসারদের মোটা অঙ্কের বেতন আছে। এই অসহায় বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী লোকগুলো যে ভাতা পায় তাই দিয়েই তাদের খাবার ও ওষুধ খরচ মেটান। ভাতার টাকা না পেয়ে বাইরে বসে কান্নাকাটি করছেন অনেকেই। ভাতার টাকার কুলকিনারা করতে উপজেলা সমাজসেবা অফিসে এসেছেন ভু্ক্তভোগীরা। অথচ অফিসের লোকজন দরজা আটকে ভেতরে বসে অফিস করছেন।
এ ব্যাপারে অফিস সহকারী মুক্তার হোসেন বলেন, ‘লোকজন অফিসের ভেতর চলে আসে। তাই করোনার ভয়ে ভেতর থেকে আটকিয়ে অফিসের কাজ চলছে।’
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা
ঘটনার বিষয়ে জেলা সমাজসেবা কর্মকর্তার সাথে আলাপ করলে, তিনি অবিলম্বে ব্যবস্থা নিবেন বলে জানান।
৩ বছর আগে