বকেয়া বেতনের দাবি
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে কর্মবিরতিতে গিয়ে তারা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। দুপুর ১২টার দিকে বৃষ্টি নামলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চালককে মারধর: মহাসড়ক অবরোধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সড়ক অবরোধের কারণে বিকল্প সড়কে যানবাহন চলাচল শুরু করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া অন্তত চার হাজার শ্রমিকের চলতি মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আন্দোলন চললেও মালিক পক্ষের সাথে বেতন ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান হয়নি। তাই শনিবার সকালে আবারও আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শিল্প-পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছে শ্রমিকরা। মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৩ বছর আগে