কোয়ারান্টাইন
বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার জাপানের
করোনার কারণে বাংলাদেশসহ ছয় দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। গতকাল সোমবার, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে জাপান সরকারের এ প্রত্যাহারের ঘোষণা কার্যকর হয়েছে।
হালনাগাদ কোভিড-১৯ প্রতিরোধমূলক নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ থেকে জাপানে প্রত্যাবর্তনকারীদের নীতিগতভাবে 'বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতি'র আওতায় পুনঃপ্রবেশ করতে দেয়া হবে।
আরও পড়ুন: আনভীরের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি ১০ অক্টোবর
যাদের পুনঃপ্রবেশ অনুমতির মেয়াদ আছে, তারা সরাসরি জাপানে প্রবেশ করতে পারবেন। তবে পুনঃপ্রবেশ অনুমতি মেয়াদোর্ত্তীণ হয়ে গেলে ঢাকাস্থ জাপান দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে।
এছাড়া, নতুন নীতিমালায় জাপানে প্রবেশের পর সরকার নির্ধারিত স্থানে কোয়ারান্টাইনের সময়কাল ছয় দিন থেকে কমিয়ে তিনদিন করা হয়েছে। তৃতীয় দিনে সম্পাদিত পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে ১৪ দিনের কোয়ারান্টাইনের অবশিষ্ট সময়কালে নিজ বাসস্থানে অথবা সরকার নির্ধারিত স্থানে অবস্থান করতে পারবেন।
৩ বছর আগে
সিলেটে করোনায় শনাক্ত ৩৪১, মৃত্যু ২
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৭ জনে। একই সময়ে বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩৪১ জনের শরীরে। এছাড়া এই সময়ে সিলেটে হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন আরও ১০৯ জন রোগী সুস্থ হয়েছেন।শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারান্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৪০ জনের মৃত্যুপ্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৩৫৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৩৯০ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৫৬ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬৫৯ জন, মৌলভীবাজারে ৪ হাজার ১১৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬৩৫ জন।এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুনঃ ফরিদপুরে করোনার তাণ্ডব বাড়ছে, আরও ২১ মৃত্যুগত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজারে একজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৫ জন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ২৪৭ জন। হাসপাতালে ২২ জন।
আরও পড়ুনঃ রামেক হাসপাতালে করোনায় আরও ১৬ মৃত্যুবিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪৭ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারের ৪২ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
৩ বছর আগে