জমিজমা
কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামের উলিপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের মালতিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন (৫৮) একই গ্রামের বাসিন্দা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় প্রতিপক্ষের জাফর আলী ও রাণু বাবু নামে দু’জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
স্থানীয় জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষ জাফর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার জমিতে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে নুর হোসেন নিহত হন।
ওসি গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
সাভারে গাছের সঙ্গে পিকাপ ভ্যানের ধাক্কা, নিহত ২
১০ মাস আগে
মাদারীপুরে গুলিতে যুবক নিহত, আটক ১
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সোহাগ তালুকদার (৩২) নামে এক যুবক মারা গেছেন। শনিবার সকালে জেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বন্ধুকসহ প্রধান অভিযুক্ত আহাদ মোল্লাকে আটক করেছে।
নিহত সোহাগ ওই এলাকার সামসুল হক তালুকদারের ছেলে।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে কুপিয়ে হত্যা
স্থানীয় ও পুলিশ সু্ত্রে জানা গেছে, বোতলা গ্রামের সামসুল হক তালুকদার ও আহাদ মোল্লার সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শনিবার সকালে ওই জমিতে সোহাগ তালুকদার ধান লাগাতে গেলে আহাদ মোল্লা লাইসেন্স করা বন্ধুক দিয়ে তাকে গুলি করে। পরে গুরত্বর আহত অবস্থায় সোহাগকে মাদারীপুর সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুনঃ পাবনায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ যুবক খুন
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এই ঘটনায় আমরা ইতোমধ্যে প্রধান অভিযুক্তকে আটক করেছি। অন্যদের আটকের চেষ্টা চলছে।
৩ বছর আগে