শোডাউন
জ্বালানির মূল্যবৃদ্ধি: বৃহস্পতিবার নয়াপল্টনে ‘বিশাল শোডাউনের’ প্রস্তুতি বিএনপির
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে জনসভার মাধ্যমে ‘বিশাল শোডাউন’ করার পরিকল্পনা করেছে বিএনপি।
আন্দোলনের বিষয়ে ক্ষমতাসীন দলকে শক্তিশালী বার্তা দিতে দলটির ঢাকা দক্ষিণ ও উত্তর ইউনিট এরই মধ্যে রাজধানীর সব ওয়ার্ড থেকে জনসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
বুধবার ইউএনবিকে দলটির শীর্ষ নেতারা এসব কথা জানিয়েছেন।
এদিন দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যৈষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।
আরও পড়ুন: গণতন্ত্র মঞ্চকে স্বাগত জানাল বিএনপি
ইউএনবির সঙ্গে আলাপকালে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, জনগণ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে তখন সরকার জ্বালানি মূল্য বৃদ্ধি করেছে। তারা সরকারের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশে বিশাল জনসমাগম প্রত্যাশা করছেন।
তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে আমাদের দলের সর্বস্তরের নেতা-কর্মীরা এই সমাবেশে যোগ দেবেন।’
সালাম জানান, নগরবাসী যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারাও সমাবেশে অংশ নেবেন বলে তারা আশাবাদী।
তিনি বলেন, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশকে ব্যাপক সফল করতে তারা কাজ করে যাচ্ছেন।
সমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছে কি না জানতে চাইলে সালাম বলেন, তারা বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছেন।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বৃহস্পতিবার নয়াপল্টন জনসমুদ্রের সাক্ষী হবে। ‘এটি একটি স্মরণীয় সমাবেশ হবে কারণ আমরা এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছি।’
তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাবেশ করবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সমাবেশের মাধ্যমে বর্তমান সরকারকে আমাদের শক্তি সম্পর্কে বার্তা দেব এবং অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাব।’
এর আগে সোমবার জ্বালানি তেলের সর্বশেষ মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারের প্রতিবাদ সমাবেশসহ দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ বছর আগে
করোনার প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীতে ছাত্রদলের শোডাউন!
করোনা মহামারির উদ্বেগজনক অবস্থার মধ্যে ঢাকা মহানগরীর চারটি ইউনিটের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতাকর্মীরা রাজধানীতে শোডাউন করেছে। শনিবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক হাজারেরও বেশি নেতাকর্মী এই শোডাউনে অংশ নেন।
ছাত্রদলের কর্মীরা সকাল ১০টায় ছোট ছোট মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তাঁরা ছাত্রদলের ঢাকার দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম ইউনিটের নতুন আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের বরণ করে স্লোগান দেন।
আরও পড়ুনঃ রাজধানীতে ছাত্রদলের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
পরে ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে ফকিরাপুলের দিকে একটি মিছিল নিয়ে যায় এবং পুলিশকে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করতে বাধ্য করে। মিছিল শেষে পুলিশ ছাত্রদল কর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে পুনরায় সমাবেশ করতে দেয়নি।
বিএনপির ছাত্র সংগঠনের নেতাকর্মীদের শোডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির অফিস ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। ছাত্রদলের অনেক সদস্যকে মাস্ক না পরে মিছিল এবং সমাবেশে যোগ দিতে দেখা গেছে।
আরও পড়ুনঃ ফরিদপুরে ছাত্রলীগের কমিটিতে ছাত্রদলের নেতা
গত ১৪ জুলাই ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঢাকা শহরের দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমের প্রতিটি ইউনিটের সংগঠনের দুই সদস্যের কমিটি ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সাতক্ষীরায় বিএনপির সাবেক এমপি হাবিবের গাড়িতে ছাত্রদলের হামলা
ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে যথাক্রমে শাহ আলম (পাভেল শিকদার) ও নিয়াজ মাহমুদ নিলয়কে। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক করা হয়েছে জসিম শিকদার রানাকে আর সদস্য সচিব রুহুল আমিন সোহেল। পূর্ব শাখার আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং ঢাকা মহানগর পশ্চিমের আহবায়ক মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব করা হয়েছে আশরাফুল ইসলাম মামুনকে।
৩ বছর আগে