আল ইসলাম
ফতুল্লায় আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে শুক্রবার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলী সাইফি (২৪) ফতুল্লা মডেল থানার অন্তর্গত তল্লা আজমেরী বাগ এলাকার আলী আশ্রাফের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-৩ এর অভিযানে তল্লা আজমেরীবাগ এলাকার একটি মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আনসার আল ইসলামের অন্য দুই সদস্য মারুফ তাকি (২৬) ও মহিবুল্লা (২৮) পালিয়ে গেছে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
এ ঘটনায় শুক্রবার রাতে র্যাব-৩ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের সহ গ্রেপ্তারদের সোপর্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মাসুদ রানা জানায়, জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে র্যাব-৩’র সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
মামলায় উল্লেখ্য করা হয়, গ্রেপ্তার আহম্মদ আলী সাইফি ছাত্রজীবনে ২০১৮ সালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আল কায়েদা উগ্রবাদী সম্পর্কে ধারনা লাভ করে। পরবর্তীতে সে পলাতক মারুফ তাকি ও মহিবুল্লার মাধ্যমে আনাসার আল ইসলামের হয়েতল্লা আজমেরীবাগস্থ মিসবাহুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে উগ্রবাদী মতাদর্শ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে উগ্রবাদী মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করত।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড, ৬৪ জিবির পেনড্রাইভ ও জিহাদি বই জব্দ করা হয়।
শনিবার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
বেনাপোলে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১
২ বছর আগে
আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক’ নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক’ নেতা মাহমুদ হাসান গুনবির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: করোনার প্রাদুর্ভাবের মধ্যে শহরে ছাত্রদলের শোডাউন!
আদালত সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা গুনবির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম মঈনুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। অভিযানের সময় উগ্রবাদী পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।
আরও পড়ুন: কক্সবাজারে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুনবি জানান, তিনি প্রথমে হুজির (বি) সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে জসিম উদ্দিন রহমানির সঙ্গে তার পরিচয় সূত্রে ঘনিষ্ঠতা তৈরি হয়। এই ঘনিষ্ঠতার সূত্রেই তিনি আনসার আল বাংলা টিম (আনসার আল ইসলাম) এর সাথে সম্পৃক্ত হন। গ্রেপ্তারের পর জসিম উদ্দিন রাহমানি নিজেকে উগ্রবাদ প্রচারক হিসেবে পরিচয় দিয়েছিলেন।
আরও পড়ুন: মাদারীপুরে গুলিতে যুবক নিহত, আটক ১
৩ বছর আগে