করোনায় এমপির মৃত্যু
করোনায় সিরাজগঞ্জের এমপি স্বপনের মৃত্যু
সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার রাত সোয়া ৩টার দিকে তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: খুলনার সাবেক এমপি সাহিদুর রহমান মারা গেছেন
মরহুমের ব্যাক্তিগত সহকারী শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার লাশ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রপচারের মাধ্যমে তার কিডনি প্রতিস্থাপন করানোর পর সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। এরপর ২৫ জুলাই করোনায় আক্রান্ত হলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাস ৪দিন চিকিৎসাধীন থাকার পর সেখানে তার অবস্থার অবনতি হলে ২৯ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এমপি স্বপন।
আরও পড়ুন: স্ত্রীর পর করোনায় চলে গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন
২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একইসাথে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
৩ বছর আগে
স্ত্রীর পর করোনায় চলে গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন
স্ত্রীর মৃত্যুর ১০ দিন পর করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য (এম পি) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মারা গেছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১টা ৪০ মিনিটে তিনি মারা যান।
মৃত আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন ঢাকা থেকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন সাবেক এমপি খুররাম খান
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, বর্ষীয়ান এই নেতা আফাজ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২৩ জুন তাদের দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসা গ্রহণকালে গত ৮ জুলাই সকালে মনোরায়া বেগম মারা যান। সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান তিনি।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন বিএনপি নেতা রুহুল আমিন চৌধুরী
আফাজ উদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় ৩৫ বছর একাধারে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মহাজোট মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
৩ বছর আগে