সাংবাদিক মিজানুর রহমান
সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে ঝিনাইদহে শোক
ঝিনাইদহের কৃতি সন্তান ও দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ সংবাদদাতা, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতার মৃত্যুতে তার নিজ জেলা ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার সকালে সাংবাদিকতার পথিকৃত এই সংবাদকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক ও তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন: স্ত্রীর পর করোনায় চলে গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন
মিজানুর রহমান তোতার গ্রামের বাড়ি ঝিনাইদহের চরমুরারীদহ গ্রামে। তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। ১৯৭৮ সালে তিনি ঝিনাইদহের প্রথিতযশা সাংবাদিক কালী কিংকর মুন্টর হাত ধরে সাংবাদিকতায় আসেন। সে সময় তিনি দৈনিক গণকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
মিজানুর রহমান তোতা দীর্ঘ ৪৫ বছর সাংবাদিকতা করেছেন। এর মধ্যে একটানা ৩৫ বছরই তিনি কাজ করেছেন দৈনিক ইনকিলাবে। যশোরের গণমাধ্যম জগতে বিচরণ করে অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, যশোর প্রেসক্লাবের তিনবারের সভাপতি ও একবারের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: করোনায় খুলনার সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যু
সাংবাদিক মিজানুর রহমান তোতার মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ বিভিন্ন সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
৩ বছর আগে