টিটান
স্বর্ণ পাম জিতে নিলো জুলিয়ার ‘টিটান’
ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া ডুকর্নোর ‘টিটান’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম ডি’অর জিতে নিয়েছে। এটি যৌনতা ও সহিংসতায় পূর্ণ ‘অদ্ভুতুড়ে’ এক ছায়াছবি।
শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে জুরি প্রধান স্পাইক লি মুখ ফসকে বলে ফেলেন কে পেতে যাচ্ছেন এবারের পাম ডি’অর। কারণ নিয়ম অনুযায়ী সেরা ছবির পুরস্কার ঘোষণা করা হয় সবার শেষে।
পড়ুন: কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
তবে আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা আসে তখন জুলিয়া ডুকর্নো আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আজকের সন্ধ্যাটা নিখুঁত কারণ এটাতে খুঁত ছিল।’
জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন জুলিয়া। এর আগে ১৯৯৩ সালে প্রথম নারী নির্মাতা হিসেবে স্বর্ণ পাম জিতে নেন নিউজজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন।
পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
সাদমুআ: বাংলাদেশের প্রথম পুরুষ বিউটি ব্লগার
৩ বছর আগে