বায়োস্কোপ
এবার উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গলুই’
আমেরিকা প্রবাসী বাঙালিদের ঈদুল আযহার উদযাপনের সঙ্গী হতে যাচ্ছে ‘গলুই’৷ আগামী ৮ জুলাই থেকে উত্তর আমেরিকায় ২৪টি স্টেটের ৫৮টি সিটিতে ১০০ এর অধিক সিনেমা হলে চলবে গলুই’। সিনেমাটি পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
বৃহস্পতিবার (২৩ জুন) বায়োস্কোপ ফিল্মসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এসএ হক অলিক এবং বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিপু বড়ুয়া।
এই প্রসঙ্গে ইউএনবিকে নিপু বড়ুয়া বলেন, 'এটা খুবই আশার কথা যে আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তির পথে এখন এগোচ্ছে। এতে ইন্ডাস্ট্রিতে যেমন ভালো সিনেমার সংখ্যা বাড়বে, তেমনি প্রযোজকরাও লগ্নি করতে আগ্রহী হবেন। বায়োস্কোপ ফিল্মস এর এমন উদ্যোগ সামনে আরও বাড়বে।'
সরকারি অনুদানের গলুই সিনেমাটি গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী৷ এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
আরও পড়ুন: মানবাধিকার প্রেক্ষাপটে প্রশংসিত ‘জানা গানা মানা’
বন্যার্তদের সাহায্যের আহ্বান তারকাদের
২ বছর আগে
এই ঈদে ‘বউ ডায়েরিজ’, ‘রেহানা’সহ জনপ্রিয় সব টিভি শো বায়োস্কোপে
বৈশ্বিক মহামারি চলাকালীন ঈদের আনন্দ বাড়িয়ে তোলার পাশাপাশি সিনেমা ও বিনোদনপ্রেমীদের মানসম্পন্ন ও জনপ্রিয় কন্টেন্ট দেখার সুযোগ করে দিতে বিনোদনে দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পেতে যাচ্ছে একাধিক শো ও সিরিজ।
ইতিমধ্যেই ১৫ জুলাই বায়োস্কোপে মুক্তি পেয়েছে তিন এপিসোডের অরিজিনাল অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়েরিজ’। এতে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মৌটুসি বিশ্বাস, রওনক হাসান ও নাজিয়া হক অর্ষা। এই সিরিজটি পরিচালনা করেছেন সামির আহমেদ। গল্পগুলো হচ্ছে ‘বোন আপেটিট’, স্পটলাইট এবং ‘টু লেট’। তিনজন গৃহিনীর বিবাহিত জীবনের নানা বাঁক, সঙ্কট ও দ্বিধা নিয়েই গড়ে উঠেছে এর কাহিনীগুলো। এছাড়াও, বিনোদনপ্রেমীদের ঈদের ছুটিকে জমজমাট করে তুলতে বায়োস্কোপে ঈদের প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে ৩০০ পর্বের বাংলায় ডাব করা তুর্কি সিরিয়াল 'রেহানা'।
আরও পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
বায়োস্কোপ তৈরি করার পিছনে মূল লক্ষ্যই ছিল সবার হাতের মুঠোয় মানসম্পন্ন বিনোদন পৌঁছে দেয়ার যা উপভোগ করা যাবে দেশের যে কোনো প্রান্ত থেকে যেকোনো সময়।
এ ছাড়াও, দর্শকদের জন্য বায়োস্কোপে রয়েছে বাংলা নাটক ও টিভি শোসহ ৭০টির বেশি ফ্রি দেশি-বিদেশি টিভি চ্যানেল দেখার সুবিধা। এছাড়াও, বায়োস্কোপে ঈদের প্রথম দিন থেকে ২১টি নাটক মুক্তি পাবে ধারাবাহিকভাবে। নাটকগুলোতে অভিনয় করছেন তাসনুভা তিশা, এলেন শুভ্র, মনোজ প্রামাণিক প্রমুখ।
আরও পড়ুন: স্বর্ণ পাম জিতে নিলো জুলিয়ার ‘টিটান’
বায়োস্কোপের হালনাগাদ সংস্করণে ফ্রি অফলাইন ডাউনলোড করা যায়। পাশাপাশি রয়েছে পছন্দ অনুযায়ী কনেন্ট রিকমেন্ডেশন ফিচার ও দারুণ ভিউইং অভিজ্ঞতা গ্রহণে কুপন।
htt://gp.bioscopelive.com/ এ লিঙ্কে গিয়ে কিংবা গুগল প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে বায়োস্কোপ অ্যাপটি ডাউনলোড করা যাবে। এবার ঈদের আনন্দ উপভোগ করুন বায়োস্কোপের সাথে।
আরও পড়ুন: কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
৩ বছর আগে