বৌদ্ধ ভিক্ষু
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্য
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিহারের পাশে এ ঘটনা ঘটে
নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ।
পড়ুন: শেরপুরে বন্যহাতির আক্রমণে গারো অধিবাসী নিহত
কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারের দেশনা শেষ করে বিহার হতে বের হলে বন্য হাতি তাকে আক্রমণ করে। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। আশেপাশে বাড়ি ঘর দূরে থাকায় সেই মূহূর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসতে পারে নাই।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার বন্য হাতির আক্রমণে তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ঘটনাস্থলেই মারা যান।
পড়ুন: শ্রীবরদীর পাহাড়ী জনপদ থেকে মৃত বন্যহাতি উদ্ধার
চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে