বিদ্যালয়
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো- সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার।
অভিভাবকরা জানায়, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে। পরে একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকালে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনিক দেব বলেন, ‘এটি টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারণ টিকা দেওয়া হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। আমি এটিকে পেনিক অ্যাটাক বলে মনে করছি।’
তিনি আরও জানান, এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসার প্রয়োজন নেই, ২ থেকে ১ দিনের মধ্যে শিক্ষার্থীরা সুস্থ হয়ে যাবে।
১ সপ্তাহ আগে
কম শিক্ষার্থী থাকা বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: প্রাথমিক শিক্ষা সচিব
কম শিক্ষার্থী থাকা প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি প্রায় ১৫০টির কাছাকাছি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০ থেকে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ আছে।’
এ বিদ্যালয়গুলো পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব।
আরও পড়ুন: অষ্টম শ্রেণি চালুর জন্য প্রস্তুত আরও ১৫৪ প্রাথমিক বিদ্যালয়: প্রাথমিক শিক্ষা সচিব
তিনি বলেন, ‘আমরা হুট করে সকল স্কুল বন্ধ করে দেব না।’
সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কথা বলেন।
কম শিক্ষার্থী থাকা প্রাথমিক বিদ্যালয় একীভূত করার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘এটা একটা নীতিগত সিদ্ধান্ত। ইন-জেনারাইলজড সিদ্ধান্ত না। আমাদের ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের টার্গেট হলো ক্যাচমেন্ট এরিয়ায় এলিমেন্টারি স্কুল করা।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রেন্ডটা দেখছি। বিগত ১০ বছর বা ২০ বছর কোনো স্কুলে ১০ জন বা ২০ জন শিক্ষার্থী থাকে তাহলে আমরা শুধুমাত্র ওই তথ্যের ওপর ভিত্তি করে স্কুল একীভূত করে দেব না।'
আরও পড়ুন: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ৯ম গ্রেড ও শতভাগ পদোন্নতি দাবি এটিইওদের
উদাহরণ দিয়ে সচিব বলেন, ‘রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়খলিয়া ইউনিয়নে একটি স্কুলে ১০ থেকে ২০ জন শিক্ষার্থী নিয়ে ১৫ বছর ধরে স্কুলটি চলছে। কিন্তু তার আশেপাশে ৭ থেকে ৮ কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নাই। সুতরাং ওই স্কুলটি আমরা একীভূত করব না।’
তিনি আরও বলেন, ‘আবার বরিশালে রাস্তার এপারে একটি স্কুল আছে, বিপরীতে বা পার্শ্ববর্তী স্কুল আছে। এ স্কুলে ধরেন কয়েকজন শিক্ষার্থী আবার অর্ধ কিলোমিটারের মধ্যে ২০০- এর কাছাকাছি শিক্ষার্থী। ওই স্কুলটা আমরা একীভূত করে দেব।'
ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, ‘এটা একইধরনের (ইন-জেনারেলাইজড) সিদ্ধান্ত হবে না। চাহিদা ও স্থানীয় বাস্তবতা বিবেচনা করে সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।'
আরও পড়ুন: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হবে ১২ মার্চ
সিটিজেন সেবা মডিউলে থাকবে সব তথ্য
সচিব বলেন, ‘আমরা ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম চালু করেছি। এটা আমাদের এক থেকে দেড় বছরের সাধনার ফল। এটাকে বলছি ওয়ান স্মার্ট প্ল্যাটফর্ম অল ডিজিটাল সার্ভিস।’
তিনি আরও বলেন, ‘এখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্তের আওতায় একটি মডিউল সংযোজন করেছি। সেটি হচ্ছে, সিটিজেন সেবা মডিউল। যে সব তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারযোগ্য সেসব তথ্য-উপাত্ত এখানে পাবেন।’
সচিব বলেন, ‘আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটা সম্পন্ন (কমপ্লিট) হবে। সেখানে জরাজীর্ণ ভবন থেকে শুরু করে সব ধরনের তথ্য থাকবে।’
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বই ছাপানোর পরিকল্পনা
জুলাইয়ে ঢাকার ১০টি নতুন স্কুল ভবন উদ্বোধন
এই মুহূর্তে সারাদেশে ৮১ শতাংশ স্কুলে নতুন ভবন হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘এখনো আমাদের ২০ শতাংশের মতো জরাজীর্ণ ভবন রয়েছে। ঢাকা শহরের কথা আমরা বলতে পারব। ঢাকা শহরে ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। আগামী তিন বছরের মধ্যে ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র স্থাপত্য শৈলীতে নতুন ভবন নির্মাণ করা হবে।’
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি আগামী জুলাই মাসে ঢাকার ১০টি স্কুল প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাব। ইতোমধ্যে দুই শতাধিক বিদ্যালয়ের মাস্টার প্ল্যান আমরা অনুমোদন করেছি। ৫০টি বিদ্যালয়ের নির্মাণ কাজ চলমান আছে। আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে ঢাকা শহরের সব প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন বিদ্যালয়ে পরিণত হবে।’
সচিব আরও বলেন, ‘এটাকে আমরা পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরি করছি, যদি সরকারের অনুমোদন পাই, আমরা সামনের দিকে যাব। জড়াজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন নির্মাণ আমাদের অগ্রাধিকার।’
আরও পড়ুন: নতুন বইয়ের আনন্দে শিশুরা আলোকিত বাংলাদেশ গড়বে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
৪ মাস আগে
পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন আইনমন্ত্রী
রবিবার (৭ জানুয়ারি) আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা বা এর কাছাকাছি সময়ে ভোট দেবেন বলে জানিয়েছেন। পানিয়ারুপ তার নিজ গ্রাম।
আরও পড়ুন: বাক স্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য আইসিটি আইন করা হয়নি: আইনমন্ত্রী
বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
এর আগে তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: অন্যরা ক্ষমতায় আসে খেতে, আওয়ামী লীগ আসে দিতে: আইনমন্ত্রী
এবার কসবা ও আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ দুই হাজার ৫৯০টি। এর মধ্যে কসবা উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৮৬টি। আখাউড়া উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২০৪টি।
মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৮৪৭ জন, নারী ১ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন এবং হিজড়া চারজন।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত বিশ্বে টাকা বিলিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রীর নির্বাচনি এলাকার কসবা উপজেলা একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় ভোট কেন্দ্র ৭৪টি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের আমলে হত্যা করলেও কোনো বিচার হতো না: আইনমন্ত্রী
১০ মাস আগে
তাপপ্রবাহের কারণে ৫-৮ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে
গত কয়েকদিন ধরে দেশে তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সরকার ৫ থেকে ৮ জুন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (৪ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগ, রংপুর ও রাজশাহী বিভাগের বাকি অংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আরও পড়ুন: অপর্যাপ্ত শিক্ষা বাজেট প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে, বরাদ্দ বৃদ্ধির দাবি শিক্ষার্থীদের
স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে
১ বছর আগে
চাঁদপুরে বিদ্যালয়ের মাঠেই জন্ম নিল নবজাতক
চাঁদপুরে বাড়ি ফেরার পথে প্রসববেদনা ওঠায় বৃহস্পতিবার লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয়ের মাঠে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আয়েশা বেগম নামে এক নারী।
তিনি সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামের মোহাম্মদ শরীফ হোসেনের স্ত্রী।
প্রধান শিক্ষিকা মোরশেদা ইয়াসমিন জানান, আয়েশা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে একাই এসেছিলেন, তার বাচ্চা ডেলিভারির সম্ভাব্য তারিখ জানতে। তাকে মেডিকেল পরীক্ষা করার পর সম্ভাব্য ডেলিভারির তারিখ জানানো হয় আগামী ২২ নভেম্বর। এরপর বাড়ি ফেরার পথে ৩টার দিকে হঠাৎ তার প্রচণ্ড লেবার পেইন উঠে। তখন তিনি কোন উপায় না দেখে হাসপাতাল রোডেই অবস্থিত শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয়ে ঢুকে পড়েন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিলেন সেনা কর্মকর্তা
তিনি আরও জানান, তার পেইন দেখে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে মাঠের এক কোণে বিছানার ব্যবস্থা করে দেয়া হয়। এরপর নরমাল ডেলিভারির মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিবুল আহসান চৌধুরি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাকে খবর দেয়। এরপর নার্স ও অন্যরা স্টাফরা দ্রুত এসে প্রসূতি ও বাচ্চাকে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে পোস্ট ডেলিভারি চিকিৎিসা দেন।
মা ও শিশু উভয়েই এখন ভালো আছেন বলে জানান আবাসিক চিকিৎসক।
আরও পড়ুন: নিখোঁজের ৪ দিন পর গাজীপুরে মিলল চুরি যাওয়া সেই নবজাতক
কুষ্টিয়ায় হাসপাতালে ফেলে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন এসিল্যান্ড
২ বছর আগে
বাবুগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
বরিশালের বাবুগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক শিক্ষিকা মারা গেছেন। মঙ্গলবার বিকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
নিহত স্কুল শিক্ষিকা তাসমিন আক্তার শিখা (৩৮) উত্তর ভূতেরদিয়া এলাকার বাসিন্দা এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি ব্রাহ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, তাসমিন আক্তার তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকাল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এই ধরনের কোনো খবর এখনো পাইনি। খোঁজ নিয়ে দেখছি।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত
৩ বছর আগে