ভাইয়ের
কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরে কথা-কাটাকাটির জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত পৌনে ৯ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফিউজি পাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত রিয়াজ উদ্দিন খাঁ (৭০) ওই গ্রামের মৃত মজি খাঁ'র ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাজিয়া মিছিল বের করার নেতৃত্বকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে বুধবার রাত পৌনে ৯ টার দিকে নিজ বাড়ির সামনে দিরাজ খাঁ (৪৬) ও তার ছেলে সাদ্দাম (২৬) রামদা দিয়ে রিয়াজ উদ্দিন খাঁকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রিয়াজ উদ্দিন খাঁ নিহত হন।
এ সময় রিয়াজউদ্দিন খাঁ'র ছেলে স্বপন (৪৫) ও প্রতিবেশী আরজিনা খাতুন হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন। আহত দু’জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলাকারী দিরাজ খাঁ নিহত রিয়াজউদ্দিন খাঁর আপন ছোট ভাই ওই গ্রামের সিরাজ খাঁ'র ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
৩ বছর আগে
সিলেটে চাচাত ভাইয়ের ‘ছুরিকাঘাতে’ যুবকের মৃত্যু
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় ল্যাট্রিনের রিং বসানো নিয়ে চাচাত ভাইয়ের পশুর চামড়া ছাড়ানোর ছুরিকাঘাতে চাচাত ভাইয়ের মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে দোকানি নিহত
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রৌফ উপজেলার হাটগ্রাম এলাকার আব্দুর রহমানের পুত্র।
আরও পড়ুন: রাজশাহীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, ল্যাট্রিন বসানো নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। এসময় গরুর চামড়া ছাড়ানোর কাজ করছিলেন তার চাচাত ভাই মানিক। তখন মানিক চাকু দিয়ে আব্দুর রৌফকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
৩ বছর আগে