চলবে
উত্তরা-মতিঝিল রুটে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল
রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই ঘোষণা দেন।
তিনি বলেন, ২০ জানুয়ারি থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটে দুটি মেট্রোরেল মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে সকালের সার্ভিস শুরু হবে। এই ট্রেনগুলো সবগুলো স্টেশনে থামবে এবং শুধু এমআরটি ও র্যাপিড পাস ব্যবহার করে ট্রেনে উঠা যাবে।
আরও পড়ুন: মেট্রোরেল: ১৩ ডিসেম্বর থেকে ঢাবি ও বিজয় সরণি স্টেশন খুলবে
অন্যদিকে মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেন চলাচল শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে চলাচল করবে। সন্ধ্যার সময়সূচিতে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে চারটি ট্রেন যথাক্রমে রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত সাড়ে ৮টা এবং রাত ৮টা ৪০ মিনিটে মেট্রোরেল উত্তরা উত্তরের উদ্দেশে যাত্রা করে প্রতিটি স্টেশনে থামবে।
এই সান্ধ্যকালীন ট্রেনগুলোতে উঠতে ইচ্ছুক যাত্রীদের অবশ্যই একটি এমআরটি পাস বা র্যাপিড পাস বা একক যাত্রার টিকিট থাকতে হবে। ভ্রমণের দিন রাত পৌনে ৮টার আগে কিনতে হবে এই পাস বা টিকিট। কারণ ৭টা ৪৫ মিনিটের পর টিকিট অফিস ও সেলস মেশিন বন্ধ থাকবে।
এর আগে আগারগাঁও-মতিঝিল রুটে সকাল ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রোরেল চলাচল করত। উত্তরা ও মতিঝিলের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের আরও বেশি সুবিধা দিতেই এই সম্প্রসারণ করা হয়।
আরও পড়ুন: হুমকি না থাকলেও মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি কর্মকর্তা
ঢাকা মেট্রোরেল বর্তমানে ১৬টি স্টেশন চালু রয়েছে: উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। শিগগিরই কমলাপুরকে নেটওয়ার্কের আওতায় আনার জন্য একটি চলমান সম্প্রসারণ প্রকল্প শুরু হতে যাচ্ছে।
২০২২ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। একইভাবে, ২০২৩ সালের ৫ নভেম্বর আগারগাঁও এবং মতিঝিলের মধ্যবর্তী অংশটি উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রীদের সেবা দেওয়া শুরু করে। এই অংশটিও জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগের দিন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন
১১ মাস আগে
লকডাউনেও আন্তর্জাতিক যাত্রীদের জন্য চলবে অভ্যন্তরীণ ফ্লাইট
সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের মধ্যেও আন্তর্জাতিক যাত্রীদের জন্য দেশের মধ্যে পরিচালিত অভ্যন্তরীণ ফ্লাইট চলবে।
শুক্রবার থেকে সারাদেশে শুরু হওয়া লকডাউনে আন্তর্জাতিক ভ্রমণের টিকেট থাকা যাত্রীদের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) এই সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে ফের কঠোর বিধিনিষেধ, বন্ধ থাকবে সব কারখানা
বৃহস্পতিবার ক্যাব জানায়, বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটে শুধুমাত্র আন্তর্জাতিক ভ্রমণের টিকেট থাকা যাত্রীদের কাঙ্খিত ফ্লাইট নিশ্চিত করার লক্ষ্যে ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং যাত্রীদের আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট যাচাই করতে হবে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৮৭, শনাক্ত ৩,৬৯৭
শুক্রবার সকাল ৬টা থেকে এই আদেশ কার্যকর হবে।
৩ বছর আগে