সরকারের নির্দেশনা বাস্তবায়ন
নগরীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে কুমিল্লা জেলা প্রশাসন
ঈদপরবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নগরীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। ৪০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলেছে।
শুক্রবার সকাল থেকে পদুয়ার বাজার বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ
আরও পড়ুন: বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
তিনি জানান, কঠোর বিধিনিষেধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকাল ৬টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়সহ নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এ ছাড়া শহরে প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। কোনো গণপরিবহন চলতে দেয়া হচ্ছে না। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে, তাদের মাস্ক বিতরণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও নগরীর কান্দির পাড়, টমছমবব্রিজ, জাঙ্গালিয়া, শাসনগাজাসহ কয়েকটি স্থানে চেক পোস্ট বসিয়ে অভিযান চলছে। শুরুতে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। যারা বিনা কারণে বের হয়েছে, তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো জরিমানা আদায় হয়নি বলে জানা গেছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন জব্দ
এদিকে, কুমিল্লা জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী মাঠে আছে। কুমিল্লা নগরীতে ছয় জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলছে। এ ছাড়া ১৭টি উপজেলার প্রতিটিতে ইউএনও, এসি ল্যান্ডের নেতৃত্বে ৩৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।
৩ বছর আগে