পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিযোগিতা
৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে উপহার হিসেবে সাইকেল পেয়েছে ২০ শিশু-কিশোর।
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে প্রতিযোগীদের হাতে উপহার তোলে দেন অতিথিরা।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পাইগাঁও যুবসমাজ গত রমজানে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের প্রবাসীরা এতে অর্থায়ন করেন।
আয়োজকরা জানান, নৈতিকতা সম্পন্ন ধর্মপ্রাণ সুনাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করবেন এমনটাই তাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তব্য দেন, শায়খ মুফতি আব্দুস সুবহান, ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন, পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর প্রমুখ।
৩ বছর আগে