জাপানের সম্রাট
শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
অবশেষে পর্দা উঠেছে টোকিও অলিম্পিকের। করোনা মহামারির কারণে দেরিতে শুরু হওয়া এই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাতে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। শূন্য গ্যালারিতে আতশবাজি এবং এথলেটদের একটি ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে এবারের অলিম্পিকের যাত্রা শুরু হয়।
জাপানের সম্রাট নারুহিতো অলিম্পিকের এই আসরের উদ্বোধন করেন।
আরও পড়ুন: টোকিও অলম্পিকে বাংলাদেশের ৬ অ্যাথলেট
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, 'আজ একটি আশার মুহুর্ত, যদিও আমরা যা আশা করেছিলাম এটা তার থেকে খুব ভিন্ন। কিন্তু চলুন আমরা এই সময়টি ধারণ করি। কেননা অবশেষে আমরা একসঙ্গে হতে পেরেছি।'
তিনি আরও বলেন 'একসঙ্গে হওয়ার এই অনূভুতি মহামারির অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর মতো।'
আরও পড়ুন: ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ব্রিসবেনে
পরে জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা মশাল প্রজ্জ্বালন করে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন।
এথলেটদের অনেকেই মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তবে অনেকেই আবার সামাজিক দূরত্ব মেনে চলেননি।
অনুষ্ঠানের শুরুর দিকে করোনা মহামারিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন আয়োজকরা।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
৩ বছর আগে