সহোদর
রাজধানীর বসুন্ধরায় কীটনাশক বিষ প্রয়োগের পর অসুস্থ হয়ে ৯ ও ১৫ বছর বয়সী দুই ভাইয়ের মৃত্যু
রাজধানীতে তেলাপোকা মারার উদ্দেশ্যে প্রয়োগ করা কীটনাশকের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- শায়েন মোবারাত জাহিন (১৫) ও তার ছোট ভাই শাহিল মোবারাত জোহান (৯)। তারা মোবারক হোসেন ও শারমিন জাহান লিমা দম্পতির সন্তান।
আরও পড়ুন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
পুলিশ ও শিশুটির পরিবার জানিয়েছে, গত শুক্রবার বসুন্ধরার ১ নম্বর ব্লকে তাদের নতুন বাড়িতে একটি পেস্টকন্ট্রোল সার্ভিসের কর্মীরা কীটনাশক স্প্রে করেন। কীটনাশক ব্যবহার করায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে একদিন বাইরে অবস্থান করে।
রবিবার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর কীটনাশকের বিষক্রিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে জোহান এবং রাতে জাহিন মারা যায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের বাবা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: চাঁদপুর জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু
সিলেটে সেনা সদস্যের মৃত্যু: সিসিকের প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে
চট্টগ্রামে পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আছরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ দুই ভাইয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম কাছেমুল উলুম মাদরাসার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতের হলো- চন্দ্রঘোনা খোন্দকার পাড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ হাছান (১০) মোহাম্মদ হোছন (৯)। তারা বনগ্রাম আবুল খায়ের কলোনির ভাড়া বাসায় বসবাস করতো।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুস্পৃষ্টে ২ সহোদরের মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে মাদরাসার মসজিদে দুই ভাই আছরের নামাজ পড়তে যায়। এরপর তারা বাড়ি না ফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে মাদরাসার পুকুরে খুঁজতে গেলে প্রথমে হাছানকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর জাল দিয়ে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় আরেক ভাই হোছনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদেরকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দুই সহদোরকে মৃত বলে জানান।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: কক্সবাজারে প্রার্থীসহ ২ সহোদর গুলিবিদ্ধ
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, এলাকার অনেকেই নিহত দুই ভাইকে মাদরাসার মসজিদে জুমা এবং আছরের নামাজ পড়তে দেখেছেন। আছরের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
২ বছর আগে
‘নাপা সিরাপ খেয়ে’ সহোদরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ খেয়ে’ সহোদরের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তদন্ত কমিটি। রবিবার দুপুর সোয়া ১২টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা ওই শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
ছয় সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা.আকিব হোসেন। এ সময় তার সঙ্গে অধিদপ্তরের দু’জন উপ-পরিচালক ও দু’জন সহকারী পরিচালক এবং একজন পরিদর্শক ছিলেন।
তদন্ত কমিটি মৃত দুই শিশুর মা লিমা বেগম ও চাচা উজ্জ্বল মিয়া ও দাদি লিলুফা বেগমের সাক্ষ্য নেন।
সাক্ষ্য গ্রহণ শেষ তদন্ত কমিটির প্রধান ডা.আকিব হোসেন সাংবাদিকদের জানান, যে সিরাপটি নিয়ে অভিযোগ উঠেছে সেটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা শুরু হয়েছে। একই ওষুধের অন্যান্য ব্যাচের ওষুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আশুগঞ্জে ‘নাপা সিরাপ’ খেয়ে ২ ভাইয়ের মৃত্যুর অভিযোগ
তিনি জানান, শিশুদের স্বজনরা জানিয়েছে ওষুধ খাওয়ানোর পরই তারা অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়টি ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করা হবে। ওষুধটিতে কী এমন উপাদান ছিল- যেটি খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন করল- এটি আসলে রহস্যজনক বিষয়। এই রহস্য উদঘাটন করতে হয়তো সময় লাগবে।
উল্ল্যেখ্য, গত ১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ‘নাপা সিরাপ খেয়ে’ ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই শিশুর মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা।
মৃতরা দুর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক ইসমাঈল হোসেন ওরফে সুজন খানের ছেলে।
আরও পড়ুন: চকরিয়ায় পিকআপের ধাক্কায় ৪ সহোদর ভাই নিহত
জয়পুরহাটে বড় ভাইকে হত্যার দায়ে ২ সহোদরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২ বছর আগে
চকরিয়ায় পিকআপের ধাক্কায় ৪ সহোদর ভাই নিহত
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় চার সহোদর ভাই নিহত হয়েছে। এসময় একই পুরবারের আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। এসময় আহত হন-প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।
নিহতদের বাবা সুরেশ চন্দ্র শীল ৯ দিন আগে মারা যান। বাবার আত্মার শান্তি কামনা ও মৃত্যু পরবর্তী কর্মক্রিয়া সম্পাদনের অংশ হিসেবে নিহতরা সবাই পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে দুই মেয়ে সহ পরিবারের ৯ সদস্য পিতার মৃত্যুর পরবর্তী কর্ম সম্পাদন উপলক্ষে পারিবারিক পুজো দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানা তিনি।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় টাইলস মিস্ত্রী নিহত
২ বছর আগে
ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর নিহত
ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সহোদর নিহত ও চালকসহ দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে ফেনীর বিসিক শিল্প এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী তুষার (৪০) ও তার ভাই চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব (৩২)। তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
এসময় গাড়ির চালক সাজ্জাদ (৩০) ও আরেক আরোহী প্রণব (১১) গুরুতর আহত হন। উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, তুষার ঢাকায় চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন দুর্ঘটনায় দুই ভাইয়ের নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
২০২১ সালে দেশে ৫৩৭১ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২৮৪
২ বছর আগে
ধর্ষণের অভিযোগে মামলা, দুই সহোদর গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে ছোট বোনকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলায় আপন দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার রামপাশা ইউনিয়নে গত শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাতে ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলো- রাব্বি মিয়া (২৮), মমিন আহমদ (২০)। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মা তার দুই ছেলে ও মেয়েকে নিয়ে একই ঘরে বসবাস করে আসছিলেন। মায়ের অগোচরে ছেলে রাব্বি ও মমিন তাদের ছোটবোনকে (১৫) ভয়ভীতি দেখিয়ে প্রায়ই জোর করে ধর্ষণ করতো। গত শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাতে ঘুমন্ত বোনকে মমিন ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার দেয়। এ সময় তার মা ছুটে গেলে পালিয়ে যায় মমিন। তখন ভুক্তভোগী জানায়, এর আগে গত ২১ অক্টোবর ভোররাতে তাকে ধর্ষণ করে রাব্বি। লোকলজ্জার ভয়ে সে ঘটনাটি কাউকে বলেনি। নিজ ছেলেদের অভিযুক্ত করে ওইদিনই বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা করেন মা।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, মামলার পর অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ফের পেছাল
মনপুরায় গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরে ধর্ষণের পর শিশু হত্যা, পিতা-পুত্র আটক
৩ বছর আগে
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় ২ সহোদর নিহত
নওগাঁ পত্নীতলা উপজেলার জলকার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৯ টার দিকে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহদর ভাই নিহত হয়।
নিহতরা হলেন- উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।
আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান, অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র দুই ভাই মোটরসাইকেল যোগে মধইলবাজার থেকে নজিপুর পৌরসভা এলাকায় আসার পথে জলকার মোড়ে তাদের মোটরসাইকেলটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলে অলিত চন্দ্র নিহত হন। স্থানীয়রা ছোট ভাই সুভাষ চন্দ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
আরও পড়ুন: গৌরনদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু
ওসি জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
৩ বছর আগে