এভায়কেয়ার হাসপাতাল
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম আর নেই
সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহানারা বেগম আর নেই। শনিবার সকালে নগরীর এভায়কেয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, সকাল ৭টার দিকে শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জাহানারাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
জাহানারা দুই পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী ইঞ্জিনিয়ার আহমেদ মোস্তফা ১৯৮৬ সালে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র থেকে তাঁর বড় ছেলে দেশে আসার পর তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে। তাঁর মরদেহ এভারকেয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: করোনায় প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুসের মৃত্যু
জাহানারা বিএনপির যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত আসন থেকে তাকে এমপি করা হয়েছিল।
জাহানারা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির টিকিট নিয়ে রাজবাড়ী -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার সময় তাকে খালেদা জিয়ার মন্ত্রিসভায় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০০১ সালে তাকে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুন: আ‘লীগ নেতা মোহাম্মদ উল্যাহ মারা গেছেন
অলি আহমেদের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে জাহানারা ২০০৬ সালে বিএনপি ত্যাগ করেছিলেন। পরে তাঁরা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গঠন করেন। তাকে এলডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব করা হয়েছিল।
তিনি এলডিপি ত্যাগ করেন এবং ব্যারিস্টার নাজমুল হুদা নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ)-এর কো-চেয়ারম্যান হিসেবে যোগ দেন ২০১২ সালে। এরপর তিনি অসুস্থতার কারণে ধীরে ধীরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
এলডিপির সভাপতি অলি আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও এলডিপির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম এবং ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: সড়কে যুব ও ছাত্রলীগের ৫ নেতার মৃত্যু: শোকে স্তব্ধ গোপালগঞ্জ
৩ বছর আগে