ভাইস চেয়ারম্যান
সংলাপের মাধ্যমে দ্রুত জাতীয় ঐকমত্য সম্ভব: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ বলেছেন, সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে সংলাপের মাধ্যমে দ্রুত জাতীয় ঐকমত্য গঠন করা সম্ভব।
শনিবার (২২ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ঐকমত্য কমিশনে মতামত জমা দিল জামায়াত, সংখ্যানুপাতিক নির্বাচনে জোর
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও মতপার্থক্য থাকলেও অনেকে একই মতামত পোষণ করেন। সবার মতামত শোনা হবে। আমি আশা করি আমরা সংলাপের মাধ্যমে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারব।’
তিনি বলেন, 'এই প্রক্রিয়ার অংশ হিসেবে আপনারা (খেলাফত মজলিস) অংশগ্রহণ করছেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কাজ শুরু করেছি এবং বেশি সময় দিতে পারিনি। তবে আপনারা যে আন্তরিক মতামত দিয়েছেন তার ভিত্তিতে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব।’
তিনি বলেন, সংলাপ শুধু তাদের দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এতে অন্যান্য রাজনৈতিক দলও অন্তর্ভুক্ত থাকবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে প্রথম সংলাপ করে কমিশন।
আরও পড়ুন: কিছু প্রস্তাবে বিরোধিতা করে ঐকমত্য কমিশনে মতামত পাঠিয়েছে ইসি
সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত গ্রহণ করে কমিশন।
পরে কমিশন স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে সুপারিশের একটি কপি পাঠায়। ১৩ মার্চের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশের ওপর সুনির্দিষ্ট মতামত চায় কমিশন।
৪ দিন আগে
আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এর আগে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহাজাহান।
গত ৪ নভেম্বর ঢাকার নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মনোনয়নপত্র নেওয়ায় একরামুজ্জামান ও আবু জাফরকে দল থেকে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
একতরফা নির্বাচন প্রতিহত করার হুমকি বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর
৪৮২ দিন আগে
বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক
ঢাকা সেনানিবাসের পোস্ট অফিস এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দুদুর ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান ইউএনবিকে জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল ক্যান্টনমেন্ট এলাকায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে দুদুকে আটক করে।
আরও পড়ুন: বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কারাগারে
তিনি বলেন, সেখান থেকে তার ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও আটক করে ডিবি পুলিশ।
ওয়াহিদ দাবি করেন, রবিনের রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই।
এর আগে গত রবিবার রাজধানী থেকে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: টিক্কা ও নিয়াজির চরিত্রে অভিনয় করছেন কাদের: রিজভী
৫০৬ দিন আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কারাগারে
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
রবিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবু আনসার আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
আলতাফ হোসেনের পক্ষে জামিন আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন বলে জানিয়েছেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
এর আগে রবিবার সকালে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাব।
আরও পড়ুন: টঙ্গী থেকে বিএনপি নেতা আলতাফ হোসেনকে আটক করেছে র্যাব
মির্জা ফখরুলের মুক্তির দাবি ৬৮ জন বিশিষ্ট নাগরিকের
বিএনপি নেতা আমীর খসরু আটক
৫০৬ দিন আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বহিষ্কার
দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির সহ-সভাপতি শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রবীণ এই সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকতকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শওকতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
গত বছরের এপ্রিলে একই ধরনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া শওকত আবারও আলোচিত হন, যখন তিনি বৃহস্পতিবার লেখক ও কবি ফরহাদ মজহারের সঙ্গে কিছু নাগরিক এবং বিরোধী দলের কিছু নেতার সম্মানে তারা নৈশভোজের আয়োজন করেন।
আরও পড়ুন: আ.লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার দাবি পুনর্ব্যক্ত বিএনপির
গত বছরের এপ্রিলে একই ধরনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া শওকত আবারও আলোচিত হন, বৃহস্পতিবার যখন তিনি রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস বা জাতীয় ইনসাফ কায়েম কমিটির ব্যানারে লেখক ও কবি ফরহাদ মজহারের সঙ্গে কিছু নাগরিক এবং সরকার বিরোধী বিভিন্ন দলের কিছু নেতার সম্মানে নৈশভোজের আয়োজন করেন।
১০ বছর আগে চালু হওয়া প্ল্যাটফর্মের সদস্য সচিব শওকত এর উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থাপন করেন এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের পক্ষে কথা বলেন।
তবে, বৈঠকে বিএনপির কোনও নেতা উপস্থিত ছিলেন না এবং দলটি এমন একটি প্ল্যাটফর্মের হঠাৎ পুনরুজ্জীবনের পিছনে একটি অশুভ উদ্দেশ্যের কথা সন্দেহ করছে।
সোমবার তাদের ভার্চুয়াল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং প্ল্যাটফর্মের কার্যক্রমকে সন্দেহজনক বলে বর্ণনা করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, শওকত ও মজহার এমন এক সময়ে এই পদক্ষেপ নিয়েছেন যখন তাদের দল এবং আরও ৫০ জনেরও বেশি নেতা তাদের ১০ দফা দাবি আদায়ের জন্য যুগপৎ আন্দোলন চালাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা মনে করি এই সন্দেহজনক সংগঠনের আকস্মিক পুনরুজ্জীবনের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান হয়েও শওকত এমন একটি সন্দেহজনক সংগঠনের সদস্য সচিব হওয়ায় তারা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই বিএনপি নেতা জানান।
তিনি বলেন, শওকত দলীয় অনুমতি ছাড়াই এ ধরনের প্ল্যাটফর্মে জড়িত থাকায় স্থায়ী কমিটির সদস্যরা তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাকে এ বিষয়ে আগেও সতর্ক করা হয়েছে।
দলের সম্মতি ছাড়াই রাজধানীতে সমাবেশ করে দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত বছরের ৭ এপ্রিল শওকতকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।
তিনি লিখিত ব্যাখ্যা দিলেও দলটি তখন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: দমন-পীড়ন ও অপকর্মের বিরুদ্ধে সুশীল সমাজের নীরবতার নিন্দা ফখরুলের
এবার নির্বাচন নিয়ে সরকারি কোনো চক্রান্ত কাজ করবে না: ফখরুল
৭৩৬ দিন আগে
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম আর নেই
সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহানারা বেগম আর নেই। শনিবার সকালে নগরীর এভায়কেয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, সকাল ৭টার দিকে শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জাহানারাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
জাহানারা দুই পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী ইঞ্জিনিয়ার আহমেদ মোস্তফা ১৯৮৬ সালে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র থেকে তাঁর বড় ছেলে দেশে আসার পর তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে। তাঁর মরদেহ এভারকেয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: করোনায় প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুসের মৃত্যু
জাহানারা বিএনপির যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত আসন থেকে তাকে এমপি করা হয়েছিল।
জাহানারা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির টিকিট নিয়ে রাজবাড়ী -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার সময় তাকে খালেদা জিয়ার মন্ত্রিসভায় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০০১ সালে তাকে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুন: আ‘লীগ নেতা মোহাম্মদ উল্যাহ মারা গেছেন
অলি আহমেদের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে জাহানারা ২০০৬ সালে বিএনপি ত্যাগ করেছিলেন। পরে তাঁরা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গঠন করেন। তাকে এলডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব করা হয়েছিল।
তিনি এলডিপি ত্যাগ করেন এবং ব্যারিস্টার নাজমুল হুদা নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ)-এর কো-চেয়ারম্যান হিসেবে যোগ দেন ২০১২ সালে। এরপর তিনি অসুস্থতার কারণে ধীরে ধীরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
এলডিপির সভাপতি অলি আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও এলডিপির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম এবং ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: সড়কে যুব ও ছাত্রলীগের ৫ নেতার মৃত্যু: শোকে স্তব্ধ গোপালগঞ্জ
১৩৪০ দিন আগে