পোর্টেবল
পাঁচ প্রবাসী বাংলাদেশির পাঠানো ২৫০ ভেন্টিলেটর ঢাকায়
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের পাঠানো ২৫০টি পোর্টেবল ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এবং পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা এই ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে পাঁচজন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক এই ভেন্টিলেটরগুলো পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় ভারত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে পোর্টেবল ভেন্টিলেটরগুলো এসেছে।
আরও পড়ুন: রাতে ভারত থেকে ২৫০ ভেন্টিলেটর আসছে
ফরিদপুরে আইসিইউতে চিকিৎসক ও যন্ত্রাংশের অভাবে স্বাস্থ্যসেবা ব্যহত
৩ বছর আগে