২০০ মেট্রিক টন
বাংলাদেশে পৌঁছেছে ভারতের ২০০ এমটির ‘অক্সিজেন এক্সপ্রেস’
করোনা মোকাবিলায় বন্ধু দেশ ভারতের পাঠানো ২০০ মেট্রিক টন (এমটি) তরল অক্সিজেন বহনকারী ‘অক্সিজেন এক্সপ্রেস’ বাংলাদেশে এসে পৌঁছেছে।
শনিবার রাত ১০ টায় ভারতের পেট্রাপোল বন্দর অতিক্রম করে বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করে অক্সিজেনবাহী এক্সপ্রেস ট্রেনটি। প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের “অক্সিজেন এক্সপ্রেস” ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন (এমটি) তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে এলো।
আরও পড়ুন: রমেকের অক্সিজেন ‘পাচারকারী চক্রের’ ৬ সদস্য আটক
জানা যায়, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লি. পণ্য চালানের রাজস্ব পরিশোধ করে দ্রুতই খালাশ নেবার কথা বলে কাস্টমস সূত্র জানায়।
ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী কোনও দেশে অক্সিজেন এক্সপ্রেস সেবা প্রদান করলো। ভারতের অভ্যন্তরে এ পর্যন্ত এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান জানান, শনিবার টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়।
আরও পড়ুন: ছেলেকে আটকে রাখলো পুলিশ, অক্সিজেনের অভাবে মারা গেলেন বাবা
তিনি বলেন, আমদানিকৃত অক্সিজেনের বিপরীতে ১৬ লাখ টাকা রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাশ নিতে হবে। সরকারের কাছে অক্সিজেনের শুল্ক উঠিয়ে দেয়ার জোর দাবি জানান তিনি।
শনিবার সকাল থেকে ভারতের ঝড়খান্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ রাত ১০ টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। দেশের চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলিতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।
আরও পড়ুন: পঞ্চগড় সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা স্থাপনে ধীরগতি
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো: আজিজুর রহমান বিষয়টির নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাত ১০ টার দিকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ এর ১০টি কন্টেইনার বেনাপোল বন্দরে এসে পৌছেছে।’
৩ বছর আগে