করোনায় ইউপি সচিবের মৃত্যু
লালমনিরহাটে করোনায় ইউপি সচিবের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হকের মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওবায়দুল হকের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে। তিনি প্রায় এক বছর ধরে ওই ইউনিয়নে সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন বিএনপি নেতা রুহুল আমিন চৌধুরী
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৬ জুলাই অসুস্থ হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন ইউপি সচিব ওবায়দুল হক। পরে তার শরীরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন করোনা উপসর্গ দেখা দিলে রবিবার ভোরে তিনি মারা যান।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন জাপা মহাসচিবের ভাই শিল্পপতি হাসান মাহমুদ
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, হাসপাতালে থাকাকালীন তার শরীরে করোনা উপসর্গ ছিল।
৩ বছর আগে