স্বর্ণপদক
ইউক্রেনের শিশুদের জন্য নিলামে রুশ সাংবাদিকের নোবেল পদক
ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সাহায্য করতে রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তুলেছেন। নিলামে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে সরাসরি ইউক্রেনের অসহায় শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
সোমবার রাতে দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি নিলামে তোলা হবে, যেটি তিনি ২০২১ সালের অক্টোবরে পেয়েছিলেন। তখন তিনি রাশিয়ান স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেটার প্রধান সম্পাদক ছিলেন। পরে অবশ্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ওপর ক্রেমলিনের বাধা এবং জনগণের অসন্তোষের মধ্যে মার্চ মাসে প্রকাশনাটি বন্ধ করে দেয়া হয়।
তিনি ইতোমধ্যে ঘোষণা করেছেন নগদ পাঁচ লাখ মার্কিন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন। মুরাটভ বলেন,‘এটা শিশু শরণার্থীদের ভবিষ্যতের জন্য একটি সুযোগ দেয়া।’
আরও পড়ুন: আসামে বন্যায় আরও ৮ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬২
দ্য অ্যাসোসিয়েটেড প্রেসে দেয়া এক সাক্ষাত্কারে মুরাটভ বলেছেন, তিনি বিশেষত ইউক্রেনে সংঘাতের কারণে এতিম হওয়া শিশুদের বিষয়ে উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘আমরা তাদের ভবিষ্যত ফিরিয়ে দিতে চাই।’
তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোর কারণে চিকিৎসা সংক্রান্ত মানবিক সহায়তা যেন তাদের কাছে পৌঁছাতে কোনো বাধার সৃষ্টি না করে সে বিষয়টি লক্ষ্য রাখা জরুরি।
আরও পড়ুন: লুহানস্কের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার
২ বছর আগে
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ৩ স্বর্ণপদক
২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটে শনিবার শেষ হওয়া এই টুর্নামেন্টের স্টেজ-১-এ নাসরিন আক্তারের হাত ধরে নিজেদের ঝুড়িতে তিনটি স্বর্ণপদক যোগ করলো বাংলাদেশ আর্চারি দল।
১৭ সদস্যের বাংলাদেশ জাতীয় আর্চারি দল মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেয়।
শনিবার ইভেন্টের ফাইনালে বাংলাদেশের নাসরিন আক্তার তার স্বদেশী দিয়া সিদ্দিককে ৬-২ সেটে হারিয়ে রিকার্ভ মহিলা এককের কাঙ্ক্ষিত সোনার পদক জিতে নিয়েছেন। এছাড়া রৌপ্য পদক জিতেছেন দিয়া সিদ্দিকী।
আরও পড়ুন: টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আগস্টে
অন্যদিকে রোমান সানার সঙ্গে নাসরিন আক্তার জুটি বেঁধে ইভেন্টের ফাইনালে তাদের ভারতীয় প্রতিপক্ষকে ৫-৩ সেটে পরাজিত করে রিকার্ভ মিশ্র দল ইভেন্টের স্বর্ণপদক জিতে নিয়েছেন।
ভারতকে ৬-৫ সেটে হারিয়ে নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফাহমিদা সুলতানা দিশার দল রিকার্ভ মহিলা দল ইভেন্টের স্বর্ণপদক জিতেছে।
থাই ইন্টারন্যাশনালের একটি ফ্লাইটে রবিবার দুপুরে দেশে ফিরবে বাংলাদেশ দল।
আরও পড়ুন: দ. আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
২ বছর আগে
নভেরা দীপিতার ১৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
আগামীকাল ২৭ জুলাই পালিত হবে মেধাবী সাংবাদিক নভেরা দীপিতার ১৫তম মৃত্যুবার্ষিকী।
ইংরেজী পত্রিকা দ্য ডেইলি স্টারের প্রতিবেদক নভেরা দীপিতা ২০০৬ সালের এই দিনে অকাল প্রয়াত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী ছাত্রী ছিলেন।
আরও পড়ুনঃ প্রবীণ ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু মারা গেছেন
নভেরা’র মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে কাল আজিমপুর গোরস্থানে প্রয়াতের কবরে দোয়া এবং এতিমখানা, মাদরাসায় ও দুস্থদের অর্থ সাহায্য দেয়া হবে।
এছাড়াও করোনা নিয়ন্ত্রণে এলে ও বিশ্ববিদ্যালয় খোলা হলে নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে দেয়া হবে ‘নভেরা স্মৃতি বৃত্তি’ ।
৩ বছর আগে