জাতীয় পাবলিক সার্ভিস দিবস
সবাই টিকা পাবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, যেকোনও মূল্যেই দেশের মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে বলেন, ‘যত টিকার প্রয়োজন হোক, যত টাকাই ব্যয় হোক, আমরা প্রয়োজনীয় টিকা ক্রয় করবো।’
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানী ওসমানী মিলনায়তনে আয়োজিত জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৮ এবং জনপ্রশাসন পদক ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
আরও পড়ুন: অনিয়ম করলে কঠোর শাস্তি: প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের যাতে আর কোনও ভাবেই সমস্যার সম্মখীন হতে না হয় সেই লক্ষ্যে খুব শিগগিরই বাংলাদেশ টিকা উৎপাদন শুরু করবে।
শেখ হাসিনা জানান, সরকার ইতোমধ্যেই ব্যাপকভাবে টিকা সংগ্রহ ও গণহারে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, ‘সকলের নিরাপত্তার জন্যই সকলকে টিকার আওতায় আনতে হবে। ইনশাল্লাহ, খুব দ্রুতই আমর করোনাভাইরাস থেকে মুক্ত হবো।’
প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিরূপ প্রভাব পড়েছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনেকে সাধরণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আহবান জানান।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
শেখ হাসিনা জানান, দেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৮৭ লাখ মানুষকে করোনার টিকা প্রদান করা হয়েছে। দেশের সকলকে টিকার আওতায় আনার লক্ষ্যে সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।এর আগে প্রধানমন্ত্রী ২০২০ ও ২০২১ সালের জনপ্রশাসন পদক বিতরণ করেন। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৩৫ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠান এই পদক পেয়েছেন।মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর পক্ষে সকলের মধ্যে পদক হস্তান্তর করেন।
আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘হাড়িভাঙ্গা’ আম উপহার শেখ হাসিনার
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জনপ্রশাসন সচিব কে.এম. আলী আজম প্রমুখ বক্তব্য দেন।
৩ বছর আগে