জনপ্রশাসন পদক
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ পাচ্ছে খাদ্য মন্ত্রণালয়
নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ খাদ্য মন্ত্রণালয়কে প্রাতিষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, ‘নীতি ও পদ্ধতির সংস্কার করে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আপনার প্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জুলাই সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেবেন।
আরও পড়ুন: জাতীয় পরিবেশ পদক-২০২২: ৩ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান মনোনীত
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পেলেন ৯ গুণীজন
একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ ২টি প্রতিষ্ঠান ও ১৯ ব্যক্তিত্ব
১ বছর আগে
জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস
ইউনেস্কোতে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে অভিযোজিত প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতার জন্য ২০২১ জনপ্রশাসন পদক পেয়েছে প্যারিস বাংলাদেশ দূতাবাস।
জনপ্রশাসন দিবস উপলক্ষে মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতি এ পদক প্রদান করা হয় । এ সময় ২০২০ ও ২০২১ সালের বিজয়ী ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজয়ী কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পড়ুন:অনিয়ম করলে কঠোর শাস্তি: প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
বিজয়ী দলের সদস্যরা হলেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন,এস.এম মাহবুবুল আলম, মিনিস্টার (রাজনৈতিক), মিজ দয়াময়ী চক্রবর্ত্তী, প্রথম সচিব এবং নির্ঝর অধিকারী, প্রথম সচিব। দলের পক্ষে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন সম্মাননা-পদক গ্রহণ করেন।
পড়ুন: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
করোনা পরীক্ষায় অনিহা দেখাবেন না: প্রধানমন্ত্রী
ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের এ অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে বৈচিত্র্যময় মাত্রায় আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরেছে, যা ইউনেস্কোতে তথা বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করেছে। নেগোসিয়েশনের নানা স্তরে কূটনৈতিক কর্মপদ্ধতির কৌশল পরিবর্তন এবং নথি প্রস্তুতকরণে ইতিহাসভিত্তিক প্রায়োগিক গবেষণার মাধ্যমে দূতাবাসের কর্মকর্তাদের এ সাফল্য জনপ্রশাসন পদক এর মাধ্যমে স্বীকৃতি পেল। জনপ্রশাসন পদক নীতিমালা অনুযায়ী জাতীয় পর্যায়ে ব্যক্তিগত ও দলগত পর্যায়ে পদকপ্রাপ্ত কর্মকর্তারা নামের শেষে সম্মানজনক পিএএ টাইটেল যুক্ত করতে পারবেন।
৩ বছর আগে
সবাই টিকা পাবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, যেকোনও মূল্যেই দেশের মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে বলেন, ‘যত টিকার প্রয়োজন হোক, যত টাকাই ব্যয় হোক, আমরা প্রয়োজনীয় টিকা ক্রয় করবো।’
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানী ওসমানী মিলনায়তনে আয়োজিত জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৮ এবং জনপ্রশাসন পদক ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
আরও পড়ুন: অনিয়ম করলে কঠোর শাস্তি: প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের যাতে আর কোনও ভাবেই সমস্যার সম্মখীন হতে না হয় সেই লক্ষ্যে খুব শিগগিরই বাংলাদেশ টিকা উৎপাদন শুরু করবে।
শেখ হাসিনা জানান, সরকার ইতোমধ্যেই ব্যাপকভাবে টিকা সংগ্রহ ও গণহারে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, ‘সকলের নিরাপত্তার জন্যই সকলকে টিকার আওতায় আনতে হবে। ইনশাল্লাহ, খুব দ্রুতই আমর করোনাভাইরাস থেকে মুক্ত হবো।’
প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিরূপ প্রভাব পড়েছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনেকে সাধরণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আহবান জানান।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
শেখ হাসিনা জানান, দেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৮৭ লাখ মানুষকে করোনার টিকা প্রদান করা হয়েছে। দেশের সকলকে টিকার আওতায় আনার লক্ষ্যে সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।এর আগে প্রধানমন্ত্রী ২০২০ ও ২০২১ সালের জনপ্রশাসন পদক বিতরণ করেন। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৩৫ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠান এই পদক পেয়েছেন।মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর পক্ষে সকলের মধ্যে পদক হস্তান্তর করেন।
আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘হাড়িভাঙ্গা’ আম উপহার শেখ হাসিনার
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জনপ্রশাসন সচিব কে.এম. আলী আজম প্রমুখ বক্তব্য দেন।
৩ বছর আগে