গেম খেলা নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
মাগুরায় গেম খেলা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
মাগুরার সদরে ইমেইল একাউন্ট হ্যাক করে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার বেরইল পলিতা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গোলাম রসূল (১৫) মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা রওনক কাজীর ছেলে ও আলহাজ্ব কাজী আবদুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: রাজশাহীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত গোলাম রসূলের বন্ধু একই গ্রামের দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের ছেলে সজিবের ইমেইল একাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে ব্যবহার করে মোবাইলে ফ্রি ফায়ার গেইম খেলতো। এই ঘটনা জানাজানির পর গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার হয়। এক পর্যায়ে সজিব তার কাছে থাকা ছুরি দিয়ে বন্ধু গোলাম রসূলের বুকে আঘাত করে গুরুতর জখম করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ ব্যক্তি নিহত
ওসি জানান, এ ঘটনায় হত্যা পরবর্তী সহিংসতা এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের তদন্ত চলছে।
৩ বছর আগে