ধর্ষণের অভিযোগে যুবক আটক
পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক আটক
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে আল আমিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানা নেজাম মামার খানকা শরীফের কাছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক ১
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, রাতে গার্মেন্টস থেকে কাজ করে বাসায় ফেরার পথে আল আমিন ওই পোশাক শ্রমিককে জোর করে ধর্ষণ করে। ভুক্তভোগীর বড় বোন থানায় অভিযোগ করলে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
১২১৮ দিন আগে
নাটোরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নাটোরের সিংড়ায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণে অভিযোগে আবু সাইদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক বড় ভাই
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রাত ১১টার দিকে ঢাকা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছে ওই গার্মেন্টস কর্মী। এ সময় আবু সাইদ নামে এক যুবক ওই নারীকে উপজেলার জামতলি বাজারে পৌছে দেয়ার কথা বলে সেখানে থাকা একটি অটো রিকশায় তুলে নেয়। পরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার নির্জন স্থানে সাইদ ওই নারীকে টেনে হেঁচরে অটো থেকে নামিয়ে নিয়ে অটো চালককে তাড়িয়ে দেয়। পরে রাস্তার পাশেই ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে মহাসড়কে টহলরত পুলিশ সেখানে গিয়ে সাইদকে আটক করে এবং নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগী ও অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে মেডিকেল টেস্টসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অটোরিকশা চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
১২২০ দিন আগে
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
যশোরের শার্শা উপজেলায় ষষ্ট শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ সোমবার রাতে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক সাগর হোসেন (১৮) উপজেলার সোনাতনকাটি গ্রামের আখতারুল ইসলামের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, শনিবার রাতে উপজেলার বামুনিয়া সোনাতনকাটি গ্রামে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নাটোরে ‘পাকা বাহিনী’র নেতাসহ আটক ৩
সোমবার রাতে থানায় মামলা হলে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সাগর নামে একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে তিন জন যুক্ত ছিলেন।
তারা হলেন- সোনাতনকাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৮) ও কলারোয়া উপজেলার ধানঘুরা গ্রামের রেজাউল সর্দারের ছেলে নাহিদ হাসান (২৫)।
ওসি জানান,বামুনিয়া সোনাতনকাটি গ্রামের ওই মেয়েটি (১৩)শনিবার রাতে পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।এসময় ওই তিন যুবক তার মুখ চেপে ধরে পাশের পুকুর ধারের জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।পরে তারা পুকুরের পানিতে ডুবিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় মেয়েটির স্বজনদের হাঁকডাকে তারা পালিয়ে যায়।
মেয়েটির বাবা জানান,আমি গরিব ও ভ্যানচালক হওয়ায় ওরা আমাকে ঘটনা জানাজানি করলে জীবননাশের হুমকি দেয়।সোমবার রাতে সামাজিক বিচারের নামে গ্রামের প্রভাবশালীরা একটি ঘরে আমাদেরকে আটকে রাখে।পরে পুলিশ আমাদেরকে উদ্ধার করে।
আরও পড়ুন: বিয়ে করতে গিয়ে ভুয়া সাংবাদিকসহ আটক ৩
ওসি বদরুল আলম জানান, মঙ্গলবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়| আটক সাগরকে আদালতের মাধ্যমে হাজতের পাঠানো হয়েছে।
১৩৩৩ দিন আগে