নয়জন
কুড়িগ্রামে একই পরিবারের ৭ জনসহ ৯ রোহিঙ্গা আটক
রোহিঙ্গা শিবির থেকে পালানো একই পরিবারের সাতজন সহ নয় রোহিঙ্গাকে আটক করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বুধবার রাতে ৮টার দিকে শিশুসহ একই পরিবারের সাতজন এবং অন্য দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এদেরমধ্যে চারজন শিশু, দুইজন কিশোর, একজন কিশোরী, একজন পুরুষ এবং একজন নারী।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ নিহত ৫
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম জানান, করোনার মহামারি রোধে সরকারের দেয়া লকডাউন বাস্তবায়ন করার জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৮টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাচুর মোড়ে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাতে গাদাগাদি করে যাত্রি নিয়ে যাচ্ছে। এসময় অটোকে থামানো হলে অটোরিক্সা থেকে দু’জন যাত্রী নেমে পালিয়ে যায়।
আরও পড়ুন: রোহিঙ্গাদের টিকা দেবে সরকার: পররাষ্ট্র সচিব
অটো চালকসহ মোট ১২ জন যাত্রী ছিল। পরে অটোরিক্সা যাত্রীদের জিজ্ঞাসা করা হলে তারা রোহিঙ্গা বলে নিজেদের পরিচয় স্বীকার করেন। সলিম মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে তারা সীমান্ত পার হয়ে ভারত যাবার জন্য দু’দিন আগে ভূরুঙ্গামারী এসেছেন।পরে রাত ৯টার দিকে তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে এসেছেন।
৩ বছর আগে