মানুষ ও যানবাহন
কঠোর লকডাউন: ঢাকার রাস্তায় মানুষ ও যানবাহন বেড়েছে
করোনাভাইরাসের ডেল্টা ধরনের পর দেশে সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকার রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল বেড়েছে।
দেশজুড়ে ১৪ দিনের কঠোর লকডাউনের সপ্তম দিনে বৃহস্পতিবার ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল যথেষ্ট পরিমাণে বেড়েছে।
অনেককেই স্বাস্থ্যবিধি না মেনে প্রয়োজন ছাড়াই রাস্তায় বের হয়ে ঘোরাফেরা করতে দেখা যায়।
অনেক বেসরকারি অফিস তাদের নিজস্ব কর্মীদের পরিবহনের ব্যবস্থা করায় যানবাহন চলাচল বেড়েছে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী রাস্তায় গণপরিবহন বন্ধ ছিল।
পড়ুন: বিশ্বে করোনায় ৪১ লাখ ৮৬ হাজারের অধিক প্রাণহানি
লকডাউনে লোকজন রিকশায় তাদের গন্তব্যে পৌঁছতে দেখা গেছে।
ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘রাস্তায় যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা প্রত্যেক যানবাহন চেক করছি। যারা বৈধ কারন ছাড়া রাস্তায় বের হয়েছে তাদের জরিমানা করা হচ্ছে এবং লকডাউন বিধি লঙ্ঘনের দায়ে মামলা দেয়া হচ্ছে।’
৩ বছর আগে