৩০ লাখ
দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা
চীন থেকে ক্রয়কৃত সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা ও শুক্রবার ভোর সোয়া ১টা এবং সাড়ে ৫টায় মোট তিনটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
ঢাকা বিমান বন্দরের স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ ইউএনবিকে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা নিয়ে রাত ১০টা ৩০ মিনিটের দিকে দেশে অবতরণ করে।’
আরও পড়ুন: সিনোফার্মের টিকা পাওয়া যাবে আগের চেয়ে কম দামে
বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোরে অপর দু’টি ফ্লাইটে বিজি-৫০৬৭ এবং বিজি-৫০৬৯ করে চীন থেকে টিকা নিয়ে ঢাকায় অবতরণের বিষয়টি নিশ্চিত করা হয়।
মোট ৩০ লাখ ডোজ কোভিড টিকা দেশে আনতে বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অত্যাধুনিক তিনটি ড্রিমলাইনার (একটি বোয়িং ৭৮৭-৯ ও দুইটি বোয়িং ৭৮৭-৮) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরও পড়ুন: করোনা: দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু
এর আগে গত ১৭ ও ১৮ জুলাই সিনোফার্মের হতে ক্রয়কৃত মোট ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছায়। চীনের সাথে টিকা ক্রয়ের চুক্তির ভিত্তিতে এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করা হচ্ছে।
৩ বছর আগে