রেডক্রিসেন্ট
টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবককে মারধর, দুজনের এক মাসের কারাদণ্ড
বাগেরহাট সদর হাসপাতালে করোনা টিকা নিতে গিয়ে রেডক্রিসেন্টের কর্তব্যরত স্বেচ্ছাসেবকদের মারধরের ঘটনায় দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মারধরের ঘটনায় আহত অবস্থায় যুব রেডক্রিসেন্টের দুই স্বেচ্ছাসেবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, রাতুল কুমার শীল (১৯) এবং জিলানী (১৬)।
আরও পড়ুনঃ দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ টিকা
শনিবার দুপুরে হাসপাতাল চত্বরে টিকাদান কার্যক্রমে নিয়োজিত দুইজন স্বেচ্ছাসেবককে মারধরের ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের আশরাফ ফরাজীর ছেলে মো. একরাম ফরাজী এবং একই গ্রামের মালেক হাওলাদের ছেলে আলী হোসেন। দন্ডপ্রাপ্ত এই দুই যুবককে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ সিলেটে করোনার টিকা নিবন্ধন সাময়িক বন্ধ
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম জানান, বাগেরহাট সদর হাসপাতালে টিকাদান কেন্দ্রে রেডক্রিসেন্টের রাতুল ও জিলানী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টিকা গ্রহীতারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে একে একে কেন্দ্রে প্রবেশ করছিলেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক লাইনের সিরিয়াল ভেঙ্গে টিকা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। এসময় সেচ্ছাসেকরা তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই যুবক অন্যায় ভাবে তাদের মারধর করে।
আরও পড়ুনঃ দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই যুবককে দণ্ডবিধির
৩ বছর আগে