বলিউড গায়ক
কলকাতায় কনসার্টের পর না ফেরার দেশে বলিউড গায়ক কে কে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় কনসার্টের পর না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। মাত্র ৫৩ বছর বয়সে কে কে নামে পরিচিত এই গায়ক মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার নজরুল মঞ্চ মিলনায়তনে একটি কনসার্টের কয়েক ঘন্টা পরে কে কে শহরটির একটি বেসরকারি হোটেলের সিঁড়ি থেকে নিচে পড়ে যান। তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বলিউডের বেশ কিছু সেলিব্রিটি কে কে-এর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন।
মোদি লিখেছেন, ‘কে কে নামে পরিচিত প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকাল মৃত্যুতে শোকাহত। তার গানে বিস্তৃত আবেগ প্রতিফলিত হয়েছে এবং সব বয়সের মানুষের সঙ্গে তাল মিলিয়েছে। আমরা তার গানের মাধ্যমে তাকে সবসময় মনে রাখব। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।’
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার টুইট করেছেন, ‘কে কে-এর মৃত্যুর খবর জেনে অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। কী ক্ষতি! ওম শান্তি।’
তার প্রজন্মের অন্যতম বহুমুখী গায়ক হিসেবে পরিচিত কে কে হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, বাংলা, অসমীয়া ইত্যাদি ভারতীয় আঞ্চলিক ভাষায় গান রেকর্ড করেছেন। ১৯৯০ এর দশকের শেষের দিকে 'পাল' এবং 'ইয়ারন'-এর মতো গানের জন্য তিনি খ্যাতি অর্জন করেন।
আরও পড়ুন: শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে শচীন কন্যার
কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
২ বছর আগে
রাজনীতি ছাড়ছেন বলিউড গায়ক বাবুল সুপ্রিয়
রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন বলিউড গায়ক বাবুল সুপ্রিয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার পুনর্গঠনের সময় প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেয়ার একমাস পর শনিবার ফেসবুকে এক পোস্টে রাজনীতি থেকে অবসরের এই ঘোষণা দিলেন তিনি।
বাবুল সুপ্রিয় ফেসবুকে লিখেছেন, ‘আমি চলে যাচ্ছি ... বিদায় ...। যদি আপনি সামাজিক কাজ করতে চান, তাহলে আপনি রাজনীতি না করেই এটি করতে পারেন ... আসুন আগে নিজেকে একটু সংগঠিত করি এবং তারপর ...।’
পশ্চিমবঙ্গের আসানসোল থেকে নির্বাচিত ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই সাংসদ স্পষ্টভাবেই লিখেছেন, তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না।
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল, ৪৩ নতুন মন্ত্রী
বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘সবার কথা শুনেছি - বাবা, (মা) স্ত্রী, মেয়ে, দুই প্রিয় বন্ধু ... সবকিছু শোনার পর, আমি বলি যে আমি অন্য কোন পার্টিতে যাচ্ছি না ‘ এই পোস্টে তিনি তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিআইএমকে হ্যাসট্যাগ দেন।
তিনি লিখেছেন, ‘সব সময় আমি একটি দলকে সমর্থন করেছি। ফুটবল খেলায় যেমন মোহনবাগানকে। তেমনি পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিজেপিকে সমর্থন করেছি।’
বাবুল সুপ্রিয় প্রায় সাত বছর আগে বিজেপির হাত ধরেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি দুই দফায় মোদির মন্ত্রীসভায় প্রতিন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: বলিউড জুটি আমির-কিরণের বিচ্ছেদ
৫০ বছর বয়সী এই জনপ্রিয় গায়ক নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে প্লেব্যাক গায়ক হিসেবে বলিউডে প্রবেশ করেন এবং তখন থেকে তিনি অনেকগুলো চলচ্চিত্রে গান গেয়েছেন।
এই মাসের শুরুর দিকে মোদির মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সময় বাবুল সুপ্রিয়সহ ১৩ জন কেন্দ্রীয় মন্ত্রী বাদ পড়েছিলেন। অন্যদের মধ্যে ছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকর।
৩ বছর আগে